নতুন ছবির শুটিং শেষে কাজলের আবেগঘন পোস্ট, যিশু সেনগুপ্তের উদ্দেশ্যে বিশেষ বার্তা

হ-বাংলা নিউজ: বলিউড অভিনেত্রী কাজল তার নতুন ছবির শুটিং শেষের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ছবি পোস্ট করেছেন। পাশাপাশি তিনি একটি আবেগঘন পোস্টও করেন, যেখানে তার সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিশেষভাবে যিশু সেনগুপ্তকে উদ্দেশ্য করে একটি বার্তা দেন।

কাজল যে ছবিগুলো পোস্ট করেছেন, তার মধ্যে প্রথম ছবিতে তাকে তার ছবির পুরো টিমের সঙ্গে দেখা যাচ্ছে। অভিনেত্রীর পরনে ছিল একটি শার্ট এবং কালো প্যান্ট। ছবিতে সবাই কেক কাটার পর একে অন্যকে কেক খাইয়ে দিচ্ছে, একটি আনন্দময় মুহূর্তের ছবি।

এই ছবিগুলোর সঙ্গে কাজল লিখেছেন— “এন্ড, ইটস র্যাপ। আরও একটি প্রজেক্ট শেষ হলো। আরও একটি পরিবার বিয়োগ হবে। আরও একটি ম্যারাথন শেষ হলো। আমি এই মানুষগুলোর কাছে খুবই কৃতজ্ঞ। এত সুন্দর ও দুর্দান্ত অভিজ্ঞতা দেওয়ার জন্য যিশু সেনগুপ্ত, নিরঞ্জন, বানি আন্টি তোমাদের সবাইকে খুব মিস করলাম। তোমরা কেক কাটা মিস করলে। ছবিও। কিন্তু আমরা একে অন্যকে আরও বেশি মিস করব। আমাদের আবার জলদিই দেখা হবে।”

কাজলের এই পোস্ট শেয়ার করার পর তার ভক্ত-অনুরাগীরা বিভিন্ন মন্তব্য করেছেন। একজন ভক্ত জানিয়েছেন, নতুন ছবি ও কাজ আসছে শুনে তিনি দারুণ খুশি। তবে অভিনেত্রী পোস্টে কোথায় শুটিং হয়েছে কিংবা কোন প্রজেক্টের জন্য শুটিং হয়েছিল, সে সম্পর্কে কিছুই জানাননি।

উল্লেখ্য, কাজল সম্প্রতি আবারও বড়পর্দায় দেখা গেছে “করন অর্জুন” ছবিতে, যা কিছু দিন আগে পুনরায় মুক্তি পেয়েছে। ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে কাজল, শাহরুখ খান, সালমান খান, ওমরেশ পুরী, মমতা কুলকার্নি সহ অনেক বড় অভিনেতা-অভিনেত্রী অভিনয় করেছিলেন। ছবির গল্প দুই ভাইয়ের শিবরূপে পুনর্জন্ম লাভ এবং তাদের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ঘটনা নিয়ে আবর্তিত হয়।

সম্প্রতি কাজলকে “দো পাত্তি” সিরিজে দেখা গেছে, যেখানে তার সঙ্গে ছিলেন কৃতি শ্যানন ও শাহির। সিরিজটি কৃতির প্রযোজনায় তৈরি। এর পরবর্তী সময় কাজলকে “মহারাগনি: কুইন্স অব কুইন্স” সিরিজে দেখা যাবে, যা একটি থ্রিলার। এতে তার সঙ্গে অভিনয় করবেন প্রভু দেবা, নাসিরউদ্দিন শাহ, যিশু সেনগুপ্ত, আদিত্য শীল এবং প্রমোদ পাঠক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *