হ-বাংলা নিউজ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ এবং সারজিস আলমের বহরের একটি গাড়ি চট্টগ্রামে দুর্ঘটনার শিকার হয়েছে। ট্রাকের সঙ্গে সংঘর্ষে গাড়ির সামনের অংশ মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে গেছে। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর পুলিশ ট্রাকচালক মুজিবর রহমান (৪০)কে আটক করেছে। তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর গ্রামের বাসিন্দা। লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই হানিফ জানিয়েছেন, ট্রাকচালক ও হেল্পারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ঘটনার পর, সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। তবে, এই ঘটনায় দুটি সমন্বয়ক অক্ষত রয়েছেন।
লোহাগাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, সাইফুল ইসলাম আলিফের মরদেহ চট্টগ্রাম মহানগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে নিয়ে যাওয়া হয়, সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন হাসনাত আব্দুল্লাহ এবং সারজিস আলম।
