শবনম ফারিয়া ছোট পর্দার জনপ্রিয়অভিনেত্রী। নাটক ও টেলিভিশনবিজ্ঞাপনের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতিপান। তিনি অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রজগতে পা রাখেন।

যেখানে তার অভিনয় প্রশংসিত হয় এবংতিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য জাতীয়চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। অভিনয়েরপাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেবেশ সরব তিনি।সম্প্রতি শবনম সামাজিক যোগাযোগ মাধ্যমেকিছু ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ারকরেছেন। যেখানে দেখা যায়, বেনারসিশাড়িতে ভক্তদের মাঝে নজর কেড়েছেন।

খোলা চুলে লো মেকআপ লুকে বেনারসিশাড়িতে অভিনেত্রীকে বেশ মানিয়েছে। হাতেব্রেসলেট, গলায় মালা, কারে ঝুমকা যেনপুরোদমে বাঙালি সাজে ধরা দিয়েছে।

মিষ্টি হাসি, চোখের চাহনি, আর নজরকাড়ালুকে ভক্তদের মনে ঝড় তুলেছে। কমেন্টবক্সে ভক্ত-অনুরাগীরা অভিনেত্রীর রূপেরপ্রশংসা করে আরিয়ানা হোসেন লিখেছেন, ‘দারুণ শাড়ি তার সঙ্গে আপনাকে অনেকমানিয়েছে।’

আরেকজনের ভাষ্য, ‘আমি কখনো ফুলকেহাসতে দেখি নাই বাট আমার ব্যক্তিগত ফুলসাবনাম ফারুকে আমি সব সময় হাসতেদেখি।’ 

সানাউল হক সুমন লিখেছেন, অসাধারণলাগছে আপু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *