স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ইসকন নেতা (চিন্ময় কৃষ্ণ দাস) গ্রেফতারের পর যে আন্দোলন হচ্ছে তাতে দেশি-বিদেশি ইন্ধন থাকতে পারে। এ ছাড়া দেশের দুই-একটি দল রয়েছে যাদের নিষিদ্ধ করা হয়েছে তারাও থাকতে পারে। 

মঙ্গলবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউজ প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আলোচনা হচ্ছে। আশা করা হচ্ছে, দ্রুত সমাধান হয়ে যাবে।সরকার কোনোভাবে শিক্ষার্থীদের আন্দোলনে কঠোর হতে চাচ্ছে না। 

দুদিনের সফরে সোমবার রাতে সিলেটে পৌঁছান স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সুনামগঞ্জের হাওর অঞ্চল ঘুরে দেখেন তিনি। বিকালে প্রায় দুই ঘণ্টাব্যাপী সিলেট বিভাগের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন উপদেষ্টা। 

বৈঠক শেষে সন্ধ্যায় গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন জাহাঙ্গীর আলম চৌধুরী। শুরুতেই বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতার ও পরবর্তী আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই আন্দোলনের পেছনে আমার মনে হয় বাইরের কোনো ইন্ধন রয়েছে, দেশের ভেতর থেকেও আছে আবার যাদের নিষিদ্ধ করা হয়েছে তাদেরও ইন্ধন থাকতে পারে।’

এ সময় ঢাকায় বিভিন্ন কলেজে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনি বলেন, এসব ঘটনায় কারো ইন্দন আছে বলে আমার মনে হয় না। বিভিন্ন কলেজের ছাত্র প্রতিনিধির সঙ্গে কথা হয়েছে, তারা বিষয়টি বুঝতে পেরেছে। খুব দ্রুত এটার সমাধান হয়ে যাবে। এ ছাড়া শিক্ষার্থীরা তো আমাদের ভাই-বোন-সন্তানের মতো। তাদের ওপর তো কঠোর হতে পারব না। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *