ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ বৃষ্টিপাত। এ কারণেই প্রতি বছর বর্ষাকালে রোগটির প্রকোপ বেশি দেখা দেয়। তবে প্রকৃতিতে এখন বৃষ্টি নেই। বরং ভোরের দিকে ঠান্ডা হাওয়া জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। নভেম্বর মাস বিদায় নেওয়ার পথে। এমন পরিস্থিতিতেও কমছে না ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যু সংখ্যা। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময়ে ডেঙ্গুজ্বর নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজা ১৭৯ জন।
জনস্বাস্থ্যবিদরা জানান, সাম্প্রতিক বছরগুলোর পরিসংখ্যানে দেখা যাচ্ছে, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরে ডেঙ্গু আক্রান্তের হার ঊর্ধ্বমুখী থাকে। নভেম্বরের দিকে সেটি কমে আসে। কারণ নভেম্বরে বৃষ্টিপাত খুব একটা হয় না। বৃষ্টির পানি জমে থাকার সম্ভাবনাও থাকে না। মশা কমলে ডেঙ্গু রোগী কমে যাওয়া স্বাভাবিক। কিন্তু নভেম্বরের শেষ সপ্তাহে এসেও ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ধারাবাহিকভাবে বেড়ে চলছে। চলতি নভেম্বর ২৩ দিনে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৯৭৪ জন এবং মারা গেছেন ১৪৪ জন। এর আগের মাস সেপ্টেম্বরে আক্রান্ত হয় ১৮ হাজার ৯৭ জন, মৃত্যু হয় ৮৭ জনের। অক্টোবরে আক্রান্ত হয় ৩০ হাজার ৮৭৯ জন, মৃত্যু হয় ১৩৫ জনের।
