হ-বাংলা নিউজ: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক পোস্টে করা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা বলে মন্তব্য করেছেন নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির। তিনি এ মন্তব্যে আরও বলেন, এটি একটি অযৌক্তিক এবং অসত্য প্রচারণা ছাড়া কিছু নয়।
শনিবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নুরুল কবির এই বক্তব্য দেন।
গত ১৬ নভেম্বর, সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক পেজ থেকে একটি পোস্টে দাবি করা হয় যে, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নিউ এজ সম্পাদক নুরুল কবিরকে চাপ দিয়ে একটি সংবাদ সরিয়ে ফেলতে বাধ্য করেছে।
এছাড়াও, ওই পোস্টে উল্লেখ করা হয় যে, ১৬ নভেম্বর নিউ এজ পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, বর্তমান সরকারের প্রথম ৫২ দিনে ৮ জনকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে, এবং ওই প্রতিবেদনটি চাপের মুখে সরিয়ে নেওয়া হয়েছিল।
