নাটক থেকে দূরে থাকার কারণ জানালেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা

হ-বাংলা নিউজ: বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা, যিনি নাটক দিয়ে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন, এখন ছোটপর্দায় অনেকদিন ধরে অনুপস্থিত। নাটক ছাড়াও তিনি ওয়েব সিরিজ এবং সিনেমায় নিজের জায়গা তৈরি করেছেন। বাংলাদেশের পাশাপাশি কলকাতার ওয়েব সিরিজ এবং সিনেমাতেও তাকে দেখা গেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন, নাটক থেকে দূরে থাকার কারণ।

মিথিলা জানান, বর্তমানে নাটকে অভিনয় না করার কারণ হচ্ছে, তিনি যে ধরনের গল্প এবং চরিত্র পাচ্ছেন, তা তাকে আকর্ষণ করছে না। অভিনেত্রী বলেন, “প্রায় চার বছর টেলিভিশনের কাজ করছি না, তবে তা এমন নয় যে আমি আর নাটকে অভিনয় করব না। গত কয়েক বছর ধরে যেসব চিত্রনাট্য পাচ্ছি, সেগুলো আমার কাছে তেমন আকর্ষণীয় নয়। চরিত্রগুলো খুব সাধারণ মনে হচ্ছে এবং গল্পগুলো খুব পুরনো ধাঁচের। অনেক সময় মনে হয়, এমন গল্পে আগে অভিনয় করেছি, তাই এখন এসব করতে আগ্রহী নই।”

নতুন চরিত্রে নিজেকে চ্যালেঞ্জ করার বিষয়টি তুলে ধরে মিথিলা আরও বলেন, “টেলিভিশন নাটকে কাজ করার সময় এক ধরনের চরিত্রে বারবার অভিনয় করেছি, যেমন পাশের বাসার মেয়ে বা প্রেমের গল্পের নায়িকা। কিন্তু ওয়েব সিরিজ এবং সিনেমায় আসার পর সব সময় চেষ্টা করেছি ভিন্ন কিছু করার। এই সিদ্ধান্তটি আসলে আমার নিজের জন্য নেওয়া।”

মিথিলা সম্প্রতি ‘কাজলরেখা’ সিনেমা এবং ‘অ্যালেন স্বপন’ ওয়েব সিরিজে ভিন্নধারার চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন। সেই দুটি কাজের উদাহরণ টেনে তিনি বলেন, “একজন অভিনেত্রী হিসেবে আমি চাই নিজেকে বিভিন্ন চরিত্রে দেখতে। কাজলরেখা সিনেমায় কঙ্কন দাসীর চরিত্রে অভিনয় করার আগে আমি নিজেও ভাবিনি, চরিত্রটি আমি ভালোভাবে করতে পারব। তবে শিল্পী হিসেবে আমি চিন্তা করেছি, এটা করা উচিত। ‘মাই শেলফ অ্যালেন স্বপন’-এর শায়লা চরিত্রটি দেখার পর অনেকেই বলেছেন, তারা ভাবেননি যে আমি এমন চরিত্রে এত ভালোভাবে অভিনয় করতে পারব।”

বেশ কিছু সময় নতুন কাজে দেখা না মেলানোর প্রসঙ্গে মিথিলা বলেন, “দেশে এখন অনেক বড় পরিবর্তন এসেছে, এবং গত দুই-তিন মাসে কেউ তেমন কাজ নিয়ে ভাবেননি। তবে এখন আবার সিনেমা ও সিরিজ নিয়ে আলোচনা শুরু হয়েছে। আমি কিছু নির্মাতার সঙ্গে কথা বলেছি, আশা করি শিগগিরই নতুন কাজের শুরু হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *