হ-বাংলা নিউজ:
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশে চোখের যত্ন সেবা আরও সম্প্রসারণ করতে হবে এবং এই লক্ষ্যে অরবিস ইন্টারন্যাশনালের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তিনি শুক্রবার এক বৈঠকে এ কথা বলেন, যেখানে অরবিস ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও সিইও ডেরেক হডকি উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেরেক বর্তমানে অরবিস ফ্লাইং আই হাসপাতালের প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সফর করছেন, এবং বর্তমানে চট্টগ্রামে প্রশিক্ষণ চলমান রয়েছে। বুধবার, রাজধানীতে অধ্যাপক ড. ইউনূস তার কার্যালয়ে ডেরেকের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সাক্ষাতে অরবিস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. মুনির আহমেদও উপস্থিত ছিলেন।
বৈঠকে, ডেরেক প্রধান উপদেষ্টাকে ফ্লাইং আই হাসপাতালের একটি মডেল সংস্করণ উপস্থাপন করেন, যা অধ্যাপক ড. ইউনূসের পক্ষ থেকে প্রশংসিত হয়। ডেরেক অরবিস ইন্টারন্যাশনালের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানিয়ে বলেন, ১৯৮২ সালে বিশ্বব্যাপী দৃষ্টি সংরক্ষণ কর্মসূচি শুরু করার পর থেকে অরবিস বাংলাদেশে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করে আসছে। গত ৩৯ বছরে, অরবিস ৭.৮ মিলিয়নেরও বেশি চোখের স্ক্রিনিং, ৪.৫ মিলিয়নেরও বেশি ব্যক্তিকে চিকিৎসা ও অপটিক্যাল সেবা, ২৫৮০০০টিরও বেশি চোখের সার্জারি এবং ৪০ হাজারের বেশি লোককে চোখের যত্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছে।
অধ্যাপক ড. ইউনূস অরবিসের অবদান স্বীকার করে বলেন, ফ্লাইং আই হাসপাতালের প্রতি তার বিশেষ কৃতজ্ঞতা রয়েছে। তিনি বলেন, “অরবিস বাংলাদেশে চোখের স্বাস্থ্য খাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান।”
ডেরেক আরো বলেন, অরবিস বিশ্বজুড়ে ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলে দৃষ্টি সংরক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি উল্লেখ করেন, বিশ্বের প্রায় এক বিলিয়ন মানুষ সম্পূর্ণভাবে পরিহারযোগ্য অন্ধত্ব ও দৃষ্টিশক্তি হ্রাসের সমস্যায় ভুগছেন। ৪০ বছরেরও বেশি সময় ধরে, অরবিস এ চ্যালেঞ্জ মোকাবিলা করতে সুনির্দিষ্ট এবং টেকসই চোখের যত্ন ব্যবস্থা নিয়ে কাজ করে আসছে।
