প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ডিআরইউ

হ-বাংলা নিউজ:  প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। শনিবার এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিন এই উদ্বেগ প্রকাশ করেন।

ডিআরইউ নেতারা জানান, তথ্য অধিদপ্তর (পিআইডি) তিন দফায় ১৬৭ জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে। তাদের মধ্যে অনেকেই পেশাদার সাংবাদিক, যারা ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য।

তারা আরও বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় যে কোনো সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল বা পুনরায় পর্যালোচনা করার সিদ্ধান্ত নিতে পারে, তবে সেই সিদ্ধান্ত অবশ্যই সুনির্দিষ্ট অভিযোগ ও অপরাধের প্রমাণের ভিত্তিতে হতে হবে। কোনো ধরনের সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই ঢালাওভাবে অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত হানে।

ডিআরইউ নেতারা এমন সিদ্ধান্ত থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন এবং স্বাধীন সাংবাদিকতার স্বার্থে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *