তাকসিম এ খানের দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞার আদেশ

হ-বাংলা নিউজ:

ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেনের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

নিষেধাজ্ঞার আবেদন

এই দিন, তাকসিম এ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার আবেদন করেন দুদকের অনুসন্ধান কর্মকর্তা ও উপপরিচালক সৈয়দ নজরুল ইসলাম। আবেদনে বলা হয়েছে, তাকসিম এ খান এবং তার সহযোগীদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, প্রকল্পের নামে কোটি কোটি টাকা লুটপাট, এবং অবৈধ নিয়োগ বাণিজ্যের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তাধীন রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা যেকোনো মুহূর্তে দেশত্যাগ করে আত্মগোপন করতে পারেন।

পূর্ববর্তী নিষেধাজ্ঞা এবং নতুন আদেশ

আবেদনকারীর পক্ষ থেকে আরও বলা হয়, গত ২১ আগস্ট তাকসিম এ খানের বিদেশ যাওয়ার ওপর ৬০ দিনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। ওই নিষেধাজ্ঞার মেয়াদ এখন শেষ হয়েছে। বর্তমানে, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে, তার বিরুদ্ধে নতুন করে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা অত্যন্ত প্রয়োজন।

তাকসিম এ খানের ঢাকা ওয়াসায় কর্মজীবন

তাকসিম এ খান ২০০৯ সালে ঢাকা ওয়াসার এমডি পদে যোগ দেন। তার সর্বশেষ চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের ১৪ অক্টোবর পর্যন্ত তার চাকরির মেয়াদ ছিল। তবে, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৪ আগস্ট তিনি ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *