বাংলার বিজয় বহর এবং লিটল বাংলাদেশ লস এঞ্জেলস এর এক যুগপুর্তি পালন।

হলিউড বাংলা নিউজঃ ১৬ই অক্টোবর রোজ রবিবার ক্যালিফোর্নিয়ার সিটি অব আর্টেশিয়ায়র লিটল ঢাকা রেস্টুরেন্টে এক অনাড়ম্বরপূর্ণ পরিবেশে পালিত হয়েছে লস এঞ্জেলস এর বাংঙ্গালি পাড়ার ঐতিহ্যবাহী অনুষ্ঠান “বাংলার বিজয় বহর” এবং “লিটল বাংলাদেশ” লস এঞ্জেলস এর এক যুগ পূর্তি অনুষ্ঠান।

আজ থেকে ঠিক এক যুগ পুর্বে “সিটি অব লস এঞ্জেলস” শহরের প্রাণ কেন্দ্রে এই লিটল বাংলাদেশের অনুমোদন দেয়। ঠিক সেই বছর থেকেই বাংলার বিজয় বহর নামে একটি সংগঠন গঠন করে প্রবাসী বাংলাদেশীরা প্রতি বছর লিটল বাংলাদেশের বুকে বাংলাদেশের বিজয় দিবসকে উদযাপন করে থাকে। তারই  ধারাবাহিকতায় এবছরও ১৭/১৮ ডিসেম্বর দুইদিন ব্যাপী ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে ১২তম বাংলার বিজয় বহর।

গত রবিবার এই অনুষ্ঠানের মোধ্য দিয়ে যেন তারই একটি মহড়া অনুষ্ঠিত হয়ে গেল। লস এঞ্জেলস এবং তার আশে পাশের এলাকায় বসবাসরত   প্রবাসি বাংলাদেশী কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ, কমিউনিটির সুধীজন, সাংবাদিক এবং সাংস্কৃতিক ব্যাক্তিত্বদের মিলনমেলায় পরিনত হয়েছিল অনুষ্ঠানটি। অনুষ্ঠানের আয়োজক বাংলার বিজয় বহরের বর্তমান নেতৃবৃন্দ আশাবাদ ব্যাক্ত করে বলেন, এবারের বিজয় বহরের অনুষ্ঠান হবে ঐতিহাসিক এবং স্বরণকালের ইতিহাসে সবছেয়ে বড় এবং জাঁকজমকপূর্ণ।

বাংলার বিজয় বহরের নবীন প্রবীণের সমন্বয়ে গঠিত কমিটিতে বর্তমানে যারা কাজ করছেন তাদের মোধ্য অন্যতম তরণ মেধাবী কমিউনিটির উদিয়মান নেতা মিকাইল খান (কনভেনর), কঠোর পরিশ্রমী নেতা মোঃ রহমান রাজু(সাধারণ সম্পাদক), সর্বজন শ্রদ্বেয় অভিজ্ঞতা সম্পন্নদের মোধ্য যারা রয়েছেন তারা হলেন জনাব মুজিব সিদ্দিকী( বিওটি চেয়ারম্যান), জনাব জয়নাল আবেদিন(প্রসিডেন্ট), জনাব আঃ বাছেত (চেয়ারম্যান), জনাব ইসমাইল হোসেন (সাবেক সাধারণ সম্পাদক) সহ আরো অনেক গন্যমান্য ব্যাক্তিত্ব। শুরুতে জনাব ইসমাইল হোসেন তার স্বাগত বক্তৃতার পর মাইক্রোফোন তুলে দেন লস এঞ্জেলস এর জনপ্রিয় উপস্থাপিকা সাজিয়া হক মিমির হাতে। তারপর একে একে বক্তৃতা করেন কমিটির নেতৃবৃন্দ সহ আগত সম্মানিত অতিথিবৃন্দ। সকল বক্তাগনের বক্তব্যের ইঙ্গিত ছিল ঐক্যবদ্ধ ভাবে এবারের বাংলার বিজয় বহর পালন। বাংলাদেশের বিজয়কে বিদেশের মাটিতে ঐক্যবদ্ধ ভাবে পালন করতে পারলেই সার্থক হবে আয়োজকদের হাড়ভাঙ্গা পরিশ্রম এমনটাই মনে করছেন রবিবারের অনুষ্ঠানে আগত অধিকাংশ অতিথি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *