হ-বাংলা নিউজ:১০ নভেম্বর, রাজধানীর জিরো পয়েন্টে আওয়ামী লীগের সমর্থক মনে করে কয়েকজন ব্যক্তির ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
মঙ্গলবার (১২ নভেম্বর) অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কার্যালয়ের অফিসিয়াল এক্স (পূর্ববর্তী টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।
বিবৃতিতে, যুক্তরাজ্যভিত্তিক সংগঠনটি বলেছে, ‘‘এই হামলার ঘটনায় বাংলাদেশের কর্তৃপক্ষকে অবশ্যই দ্রুত এবং নিরপেক্ষভাবে তদন্ত শুরু করতে হবে এবং যারা দায়ী, তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।’’
অ্যামনেস্টি আরও উল্লেখ করেছে, ‘‘রাজনৈতিক মতাদর্শের কারণে কোনো ব্যক্তির ওপর আক্রমণ করা তাদের মতপ্রকাশের স্বাধীনতা, সভা-সমিতি ও সংগঠন করার অধিকারের লঙ্ঘন।’’ সংগঠনটি সরকারের প্রতি দাবি জানিয়েছে যে, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল মানুষের এই মৌলিক অধিকারগুলো রক্ষা এবং বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করা উচিত।
