আটলান্টিক সিটি জিটনি এসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের জয়জয়কার

হ-বাংলা নিউজ:

সুব্রত চৌধুরী-

গত সাত নভেম্বর, বৃহস্পতিবার আটলান্টিক সিটি জিটনি এসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচন  অনুষ্ঠিত হয়। 

ওইদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে সংগঠনের একশত আটাত্তর  জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

আটলান্টিক সিটি জিটনি এসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচনে

প্রথমবারের মতো প্রধান তিনটি পদে প্রবাসী বাংলাদেশিরা জয়লাভ

করেছেন।সংগঠনের সভাপতি পদে ঢাকার মগবাজারের বাসিন্দা মোহাম্মদ তানভির হাসান,সহসভাপতি পদে চট্টগ্রামের সন্দীপের বাসিন্দা জাকিরুল ইসলাম খোকা ও সাধারন সম্পাদক পদে  টাংগাইলের ঘাটাইলের বাসিন্দা মোহাম্মদ আবদুল কুদ্দুস জয়ের মালা গলায় পরেন।

প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও অন্যান্য কমিউনিটির লোকজন  জিটনির “মালিকানা ও ড্রাইভার” শর্তে এই সংগঠনের সদস্য।

১৯১৫ সাল প্রথমবারের মতো  আটলান্টিক সিটিতে

জিটনি পরিবহন ব্যবস্হা চালু হয় ।

সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই পরিবহন দিবারাত্রি  আটলান্টিক সিটি ও সন্নিহিত শহরগুলোতে দীর্ঘকাল ধরে যাত্রীসেবা দিয়ে আসছে। 

সাশ্রয়ী ও আরামদায়ক গনপরিবহন হিসাবে  পর্যটকসহ অন্যান্য যাত্রীদের  কাছে জিটনি বেশ জনপ্রিয় ।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির সভাপতি জহিরুল

ইসলাম বাবুল, ট্রাষটি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, 

বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান ও সাধারন সম্পাদক সোহেল আহমদ, আটলান্টিক সিটি

স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী আটলান্টিক সিটি জিটনি এসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচনে বিজয়ীদেরকে অভিনন্দন জানিয়েছেন।

আটলান্টিক সিটি জিটনি এসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচনে

প্রথমবারের মতো প্রধান তিনটি পদে প্রবাসী বাংলাদেশিরা জয়লাভ

করায় কমিউনিটিতে বেশ সাড়া পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *