বাংলাদেশী আমেরিকান ডাক্তারদের সংগঠন “বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা” (BMANA, CA বিমানা, ক্যালিফোর্নিয়া)’র ১২তম কনভেনশন ও গালাGALA নাইট অনুষ্ঠিত।

হলিউড বাংলা নিউজঃ ক্যালিফোর্নিয়ার অভিজাত এলাকা ইউনিভার্সেল সিটির হোটেল শেরাটনের বলরুমে গত শনিবার রাতে অনুষ্ঠিত হয়ে গেল ১২ তম বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (BMANA)কনভেনশন ও গালা নাইট। এটি বাংলাদেশী আমেরিকান ডাক্তারদের এলিট সংগঠন হিসেবে পরিচিত।

দুইদিন ব্যাপী এই কনভেনশনে সেমিনার, সিম্পোজিয়াম সহ শেষ দিনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশী আমেরিকান কমিউনিটির ডাক্তার, ইঞ্জিনিয়ার সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনীপেশার গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের মোধ্য দিয়ে সূচীত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিমানার বর্তমান সভাপতি কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিত্ব ডাঃ রুবী হোসেনে। কনভেনশনের সমাপনী দিনে উপস্থিত ছিলেন লস এঞ্জেলসস্থ বাংলাদেশ কনসোলেট জেনারেল অফিসের মাননীয় কনসাল জেনারেল সামিয়া আঞ্জুম ও ডেপুটি কনসাল জেনারেল মোঃ ওয়ালিউর রহমান।

কনসাল জেনারেল সামিয়া আঞ্জুম অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বলেন বিমানা সংগঠনের কার্যক্রম এবং আমেরিকান সোসাইটিতে তারা যে নিরলস সেবা প্রদান করে যাচ্ছে তা এই আমেরিকাতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্বল করছে এবং এই জন্য আমি ব্যাক্তিগত ভাবে এবং তারি সাথে বাংলাদেশ সরকার গর্বিত। তিনি আশা প্রকাশ করে বলেন ভবিষ্যতে সংগঠনটি তাদের সমস্ত ইতিবাচক কার্যক্রম অব্যাহত রাখবে এবং এব্যাপারে কনস্যুলেট অফিসের সহযোগীতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানের শেষদিনে সমাজ এবং জনকল্যাণে বিশেষ অবদান রাখার জন্য কিছু বিশেষ ব্যাক্তি ও সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা গুলি হস্তান্তর করেন মাননীয় কনসাল জেনারেল সামিয়া আঞ্জুম, বিমানা’র বর্তমান সভাপতি ডাঃ রুবী হোসেন, ও সাবেক সভাপতি ডাঃ রুবিনা নাজিব। যাদের সম্মাননা প্রদান করা হয় তারা হলেন সেবাখাতে জীবনের সিংহভাগ উৎসর্গকারী ডাঃ মোয়াজ্জেম হোসেন (আজীবন সম্মাননা), কভিড মহামারির সময়ে দুঃসাহসিক অবদানের জন্য সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ডাঃ নাসিমা বেগম, এবং সাংগঠনিক বিশেষ কার্যক্রমের জন্য স্পন্দন-বি(Spondon-B). ডিনারের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন মাল্টি টেলেন্টেড চমক হাসান ও বহ্নি দম্পতি, সাদিয়া রহমতুল্লাহ সিমি, ও মধুমিতা সহ আরো অনেকেই।

অনুষ্ঠানের শেষে বিমানা’র বর্তমান সভাপতি ডাঃ রুবী হোসেন তার স্বাভাবসুলভ আন্তরিক বাচনভঙ্গিতে অনুষ্ঠানে আগত অতিথিদের প্রতি প্রানখোলা ধন্যবাদ জ্ঞাপন ও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।উল্লেখ্য, বর্তমান কমিটিতে যারা অন্তর্ভুক্ত হয়েছেন তারা হলেন, ডাঃ রুবী হোসেন(সভাপতি), ডাঃ দিবা ফারাহ( সাধারণ সম্পাদক), ডাঃ সাইয়িদা আক্তার লতা(ট্রেজারার), ডাঃ তনিমা শহিদ ( সাইন্টিফিক সেক্রেটারি), ডাঃ শারমিন জাহান মিতা( কালচারাল সেক্রেটারি), ডাঃ তালাত এ খান(মেম্বার এট লার্জ), ডাঃ তাহিয়া ফারুক( ইয়ং ফিজিসিয়ান সেক্রেটারি), ডাঃ হাসান মোরাদ চৌধুরী(মেম্বার এট লার্জ), ডাঃ মাহফুজুর রহমান(প্রেসিডেন্ট ইলেক্ট্র), ডাঃ আনিছুল আসলাম( past president), ডাঃ আবু নাসের( চীফ পেট্রন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *