হ-বাংলা নিউজ:
সুব্রত চৌধুরী-
নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ গত ছয় নভেম্বর, বুধবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ কমিউনিটি সেন্টারে “জেল হত্যা দিবস” উপলক্ষে আলোচনা সভা করেছে।
মো: মনিরুজ্জামান এর সঞ্চালণায় ও আব্দুর রফিক এর
সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বেলাল উদ্দিন,আবদুর রহিম, সিরাজ উদ্দীন, মুজিবুর রহমান,নূর মোহাম্মদ, বেলাল হোসেন, মুক্তাদির রহমান, গৌতম নাগ,শেখ কামাল মন্জু , কাজী মান্নান প্রমুখ ।
সভায় জাতীয় চার নেতা স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর তার রাজনৈতিক সহচর ও মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এ এইচ এম কামরুজ্জামান ও মনসুর আলীকে ১৯৭৫ সালের ৩ নভেম্বর জেলের ভেতরে হত্যা করা হয় বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার জন্য। যারা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছে তারাই জাতীয় চার নেতার হত্যাকারী। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক দিন ১৯৭৫ সালের ১৫ আগস্ট, ৩ নভেম্বর ও ২০০১ সালের ২১ আগস্ট – তিনটি দিনই একই সূত্রে গাঁথা।
