হ-বাংলা নিউজ: বাংলাদেশের জন্য ২৩৬ রানের লক্ষ্য একদিনের ক্রিকেটে কোন বড় চ্যালেঞ্জ না হলেও, আফগান স্পিনারদের বিরুদ্ধে বাংলাদেশের ব্যাটিং ছিল দুর্বল এবং আত্মসমর্পণকারী। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ৯২ রানে পরাজিত হয়েছে।
শারজা ক্রিকেট স্টেডিয়ামে রান তাড়ার সময় বাংলাদেশ একসময় ভালো অবস্থানে ছিল। ১২০ রানে দুই উইকেট হারিয়ে তাদের পরিস্থিতি মোটামুটি ভালো ছিল। ক্রিজে অধিনায়ক এবং মেহেদী হাসান মিরাজ ছিলেন। তবে এরপর শুরু হয় অবিশ্বাস্য পতন।
দলীয় ১২০ রানে শান্তর আউট হওয়ার পর ব্যাটিং লাইনআপ পুরোপুরি ভেঙে পড়ে। মোহাম্মদ নবীর বলে প্যাডল সুইপের চেষ্টা করতে গিয়ে শর্ট ফাইন লেগে হাশমতউল্লাহ শহীদির হাতে ক্যাচ দেন নাজমুল হোসেন শান্ত। ৪৭ রানে তার ইনিংস শেষ হয়, এবং এটি ছিল দলীয় সর্বোচ্চ রান।
শান্ত ফিরে যাওয়ার পর মিরাজ, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিমসহ বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যানরা একে একে নিজেদের উইকেট বিলিয়ে দেন। ব্যাটিং অর্ডারের শেষ ছয় ব্যাটসম্যান মিলে মাত্র ৭ রান সংগ্রহ করেন।
অপরদিকে আফগানিস্তানের অফ স্পিনার এএম গাজানফার নিজের ষষ্ঠ ওয়ানডেতে ৬ উইকেট শিকার করেন। তিনি তানজিদ তামিমকে ফিরিয়ে শুরু করেন, এবং শেষমেশ শরিফুল ইসলামের স্টাম্প গুঁড়িয়ে দিয়ে ম্যাচের পরিসমাপ্তি করেন।
এর আগে, আফগানিস্তান টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের দুর্দান্ত পেস বোলিংয়ে আফগানিস্তান ৭১ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপদে পড়ে। তবে ষষ্ঠ উইকেটে মোহাম্মদ নবী এবং হাশমতউল্লাহ শহীদি ১০৪ রানের একটি গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে বিপদমুক্ত করেন। নবী ৪টি চার ও ৩টি ছক্কায় ৮৪ রান করেন, আর শহীদি ৫২ রান সংগ্রহ করেন।
বাংলাদেশের পক্ষে মোস্তাফিজ ও তাসকিন সমান ৪টি করে উইকেট শিকার করেন।
আগামী ৯ নভেম্বর, দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ সিরিজ বাঁচানোর জন্য লড়াই করবে।
