লেবানন থেকে ১৮৩ জন প্রবাসী বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে

হ-বাংলা নিউজ:

লেবানন থেকে আরও ১৮৩ জন প্রবাসী বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে দুটি পৃথক ফ্লাইটে তাদের দেশে পাঠানো হয়।

জানা গেছে, প্রথম ফ্লাইটে বাংলাদেশ সরকারের অর্থায়নে ৩২ জন এবং দ্বিতীয় ফ্লাইটে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় ১৫১ জন প্রবাসী বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে।

এ পর্যন্ত মোট ৯টি ফ্লাইটে লেবানন থেকে ৫২১ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।

ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধের কারণে লেবাননের পরিস্থিতি অবনতির দিকে এগিয়ে যাওয়ায়, দেশটিতে অবস্থানরত অনেক বাংলাদেশি গত কয়েক সপ্তাহ ধরে দেশে ফিরে আসছেন। এর মধ্যে, লেবাননে ইসরাইলি হামলায় এক বাংলাদেশি প্রবাসী প্রাণ হারিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *