হ-বাংলা নিউজ: ছাত্র-জনতার আন্দোলনের সময় এক হত্যাচেষ্টা ঘটনায় অভিনেত্রী শমী কায়সারকে গ্রেফতার করেছে পুলিশ। ওই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করবে পুলিশ।
মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরা থেকে শমী কায়সারকে গ্রেফতার করা হয়। উত্তরা পশ্চিম ও পূর্ব থানা পুলিশ যৌথভাবে তার গ্রেফতার নিশ্চিত করে। উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।
উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান জানান, ছাত্র-জনতার আন্দোলনের সময় একজন আহত হওয়া ঘটনায় উত্তরা পূর্ব থানায় শমী কায়সারের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।
উত্তরা পূর্ব থানার ওসি মো. মহিবুল্লাহ বলেন, “ইশতিয়াক মাহমুদ নামে একজন ভুক্তভোগী শমী কায়সারের বিরুদ্ধে ২৯ অক্টোবর হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলার নম্বর ৯। এই মামলায় শমী কায়সারকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হবে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হবে।”
এদিকে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলের বেশ কয়েকজন নেতা-কর্মী গ্রেফতার হয়েছেন। সেই ধারাবাহিকতায় গ্রেফতার হলেন শমী কায়সার। তিনি আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন এবং দেশের ই-কর্মাস প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি ছিলেন। তবে গত ১৪ আগস্ট তিনি ই-ক্যাব থেকে পদত্যাগ করেন।
