হ-বাংলা নিউজ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন কলা ও মানববিদ্যা অনুষদ ভবনের নির্মাণ কাজ (২য় পর্যায়) জালিয়াতির মাধ্যমে গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম, المعروف জি কে শামীম, এর জামিন বাতিল করেছেন আপিল বিভাগ।
সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। ৫ জুন হাইকোর্টে জি কে শামীমের জামিন মঞ্জুর হয়েছিল।
বিচারপতি এসএম কুদ্দুস জামান এবং বিচারপতি একেএম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। এদিন রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী, এবং দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান ছিলেন। আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আলী হায়দার।
২০২০ সালের ২২ নভেম্বর জি কে শামীমসহ দু’জনের বিরুদ্ধে মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক ফখরুল ইসলাম। মামলায় অভিযোগ করা হয় যে, সর্বনিম্ন দরদাতা হিসেবে “দি বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স-জিকেবিএল”কে ৭৫ কোটি ১ লাখ ২৯৫ টাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের মানববিদ্যা অনুষদ ভবন নির্মাণ কাজের কার্যাদেশ দেওয়া হয়, কিন্তু দরপত্রের নথিগুলো জালিয়াতি করা হয়েছে।
২০২১ সালের ২ ফেব্রুয়ারি জি কে শামীমকে গ্রেফতার করা হয়।
ক্যাসিনো বিরোধী অভিযানের মধ্যে ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর গুলশানের নিকেতনে শামীমের ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালায় র্যাব। এ সময় বিপুল পরিমাণ নগদ টাকা, এফডিআর, আগ্নেয়াস্ত্র এবং মদ উদ্ধার করা হয়। অভিযানের সময় জি কে শামীম ও তার সাত দেহরক্ষী গ্রেফতার হন এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়, যার মধ্যে দুই মামলায় তার সাজা হয়েছে।
