হ-বাংলা নিউজ: সিলেট গ্যাস ফিল্ডের ৭ নম্বর গ্যাস কূপ থেকে জাতীয় গ্রিডে আরও ৮০ লাখ ঘনফুট গ্যাস যোগ হতে যাচ্ছে। সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের (এসজিএফএল) ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান জানান, ৭ নম্বর কূপ থেকে নতুন করে ৮৫ লাখ ঘনফুট গ্যাস পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে প্রবাহিত হবে। ২২ অক্টোবর, সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর কূপ সংস্কার করতে গিয়ে নতুন গ্যাস স্তরের সন্ধান পাওয়া যায়। দুবার পরীক্ষা-নিরীক্ষা শেষে ১,২০০ মিটার গভীরে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয়।
প্রসঙ্গত, পুরনো সিলেট-৭ নম্বর কূপে জুলাই মাস থেকে অনুসন্ধান কার্যক্রম চলছে। ১৪ অক্টোবর, কূপের ২,১০০ মিটার গভীরে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান মেলে। এরপর ২২ অক্টোবর ১,২০০ মিটার গভীরে আরও ৮৫ লাখ ঘনফুট গ্যাস পাওয়া যায়। পরীক্ষামূলকভাবে এক সপ্তাহ গ্যাস উত্তোলন করা হয় এবং পরবর্তীতে জাতীয় গ্রিডে সরবরাহের জন্য প্রস্তুতি নেওয়া হয়। প্রতিদিন ৮৫ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ সম্ভব বলেও জানানো হয়েছে।
এসজিএফএল-এর প্রকল্প পরিচালক ও ডিজিএম আবদুল জলিল প্রামাণিক জানান, ২২ অক্টোবর হরিপুর ৭ নম্বর কূপ সংস্কারের সময় ১,২০০ মিটার গভীরে গ্যাসের সন্ধান পাওয়া যায়।
