ম্যারাথনে অংশ নিচ্ছেন প্রথম বাংলাদেশী মহিলা এলি পাল

হ-বাংলা নিউজ: প্রথম বাংলাদেশী-আমেরিকান মহিলা এলি পাল রবিবার ৩রা নভেম্বর ২০২৪ নিউইয়র্ক ম্যারাথনে অংশ নিচ্ছেন। ২৬.২ মাইলের এ ম্যারাথন শুরু হবে সকাল ৯টায় স্টাটেন আইল্যান্ডে এবং শেষ হবে বিকাল ৪টা ৩০মিনিটে সেন্ট্রাল পার্কে (টেভার্ন অন দি গ্রীন রেস্তোরাঁর পাশে)। এলি গত এক বছর ধরে এজন্যে প্রশিক্ষণ নিয়েছেন। ইতিপূর্বে ২০২২-র অক্টবরে এলি ‘হাফ ম্যারাথন’ অর্থাৎ ১৩.১মাইল দৌড়ে সফলভাবে অংশ নিয়েছেন এলি তার প্রয়াত দাদা ডাঃ কনিস্ক পাল’র স্মরণে এ কঠিন ম্যারাথনে অংশ নেন। এলি পাল বাংলাদেশ পূজা সমিতির উপদেষ্টা ডাঃ প্রদীপ পালের কন্যা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *