হ-বাংলা নিউজ: গত ২৪ অক্টোবর ২০২৪ পশ্চিম বঙ্গের বিখ্যাত লেখক ও কবি কাজলচক্রবর্তী ও আমেরিকান ইউনিভাসির্টি অব কায়রোর প্রফেসর ডঃশাহজাহান ভুইয়াকে এক সংবর্ধনা প্রদান করেন বিশিষ্ট কবি ও লেখক সামছুদ্দীন মাহমুদ ও তার তার সহধর্মীনি স্যাম রিয়া।অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কায়রো প্রবাসী উম্মে কুলসুম জামেনা।প্রায়শতাধিক লোকের উপস্থিতিতে অনুষ্ঠানে স্যাম রিয়ার হরেক রকমমজাদার রান্নার সাথে বন্ধুত্বের কেক কেটে অনুষ্ঠানটি উদযাপন করা হয়।এরপর গান ও কবিতা পাঠের অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে গানপরিবেশন করেন বিশিষ্ট শিল্পী দম্পতি সাব্বির ও নাজনীন আহমেদ,উপমহাদেশের বিখ্যাত শিল্পী ডঃ সীমা খান ও ডঃ ফয়সাল কাদের।কবিতা আবৃতি করেন প্রায় শ’দুয়েক বইয়ের রচয়িতা বিখ্যাত লেখক ওকবি কাজল চক্রবর্তী ও আবৃতি শিল্পী স্যাম রিয়া। অতিথিদের পক্ষথেকে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক পারভীন পাটোয়ারী, এজেএমহোসেন, জাহিদ খান, মাসুদুর রহমান, মজনু মিয়া, নেছার আহমেদ,মুনিরহোসাইন, তুহিন ইসলাম, ইলিয়াস ভুইয়া লিটন, তানভির হোসাইন ওস্যাম রিয়া।

উল্লেখ্য কাজল চক্রবর্তী যার পোশাকী নাম দেবেশ চক্রবর্তী আটের দশকে লেখালেখি শুরু করে এ পর্যন্ত প্রায় ১৮০টি বই সে সাথে তার রচনা সমগ্র নয়খন্ডে প্রকাশিত হয়েছে। ১৯৮৭ সাল থেকে কাজল চক্রবর্তী কলকাতায় বাংলা কবিতা উৎসবের আয়োজন করে আসছেন।
আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের কৃতি ছাত্র ডঃ শাহজাহান ভুইয়া বর্তমানে কায়রোতে এমেরিকান ইউনিভার্সিটিকে অধ্যাপক হিসাবে কর্মরত। উল্লেখ্য লেখক ও কবি সামছুদ্দীন মাহমুদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের প্রাক্তন ছাত্র।
