হ-বাংলা নিউজ: পিলখানা ট্রাজেডিকে পরিকল্পিত উল্লেখ করে স্বাধীন কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিডিআরের তৎকালীন মহাপরিচালক নিহত শাকিল আহমেদের ছেলে ব্যারিস্টার রাকিন আহমেদ।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য নেতারা পিলখানা হত্যাকাণ্ডে জড়িত এবং বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে দেশের সেনাকর্মকর্তাদের হত্যা করেছেন। তিনি হত্যাকাণ্ডের পুনরুদ্ধার, দোষীদের শাস্তি এবং নির্দোষ বিডিআর সদস্যদের নিঃশর্ত মুক্তির দাবি করেন।
শনিবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এই দাবি জানান। ‘পিলখানা ট্রাজেডি, ভুক্তভোগী ও নিরাপরাধ বিডিআর, বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দেশবাসীর প্রত্যাশা’ শীর্ষক সভাটি বিডিআর কল্যাণ পরিষদ আয়োজন করে।
ব্যারিস্টার রাকিন আহমেদ বলেন, পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যার মাধ্যমে বিডিআরকে ধ্বংস এবং সেনাবাহিনীকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে। তিনি দাবি করেন, শতাধিক নিরাপরাধ বিডিআর সদস্য মিথ্যা মামলায় কারাভোগ করছেন, যাদের পরিবারগুলিও নিঃশেষ হয়ে যাচ্ছে।
তিনি অবিলম্বে তাদের মুক্তি এবং চাকরিতে পুনর্বহালের দাবি জানান, এবং বলেন, এতে প্রধান উপদেষ্টা ১৮ হাজার বিডিআর সদস্যের পরিবারের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
