‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী সভায় অভিযোগ প্রতিপক্ষ বিজয়ী হলে সোসাইটি ৫০ বছর পিছিয়ে যাবে

হ-বাংলা নিউজ:  নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘সেলিম-আলী’

প্যানেলের পৃথক পৃথক নির্বাচনী সভায় প্যানেলটিকে সোসাইটি পরিচালনায় যোগ্য প্যালেন দাবী করে বক্তারা বলেছেন, কমিউনিটির পরিক্ষিত নেতা-কর্মীরা ‘সেলিম-আলী’ প্যানেলের প্রার্থী। এই প্যানের বিজয়ী হলে সোসাইটি আরো গণমুখি হবে। সভায় কোন কোন বক্তা অভিযোগ করে বলেন, আমাদের প্রতিপক্ষ বিজয়ী হলে সোসাইটি ৫০ বছর পিছিয়ে যাবে। তারা সোসাইটিকে কুক্ষিগত করে ফেলবে। সোসাইটিতে প্রবাসীদের কোন অধিকার থাকবে না। তাই ২৭ অক্টোবর রোববারের নির্বাচনে ‘সেলিম-আলী’ প্যানেলের বিজয়ের কোন বিকল্প নেই। খবর ইউএনএ’র।

‘সেলিম-আলী’ প্যানেলের গত ১৯ অক্টোবর, শনিবার ব্রুকলীনের সুগন্ধা রেস্টুরেন্টে এবং পরদিন রোববার (২০ অক্টোবর) উডসাইডের গুলশান ট্যারেসে নির্বাচনী সভার আয়োজন করা হয়। ব্রুকলীনের সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী নাঈম টুটুল। সভায় সভাপতি পদপ্রার্থী আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলী ছাড়াও কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে জয়নাল আবেদীন, ফিরোজ আহমেদ, নূরুন নবী, মোহাম্মদ হোসেন কচি, ওমর ফারুক, নাজমুল হোসেন সোহাগ, কামরুজ্জামান ফরহাদ, মাহমুদুল হক দুলাল, আব্দুল্লাহ হাজারী, কাজী আসাদ উল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে এই প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন কাজী আযম। সভা পরিচালনা করেন ‘সেলিম-আলী’ প্যানেলের ব্রুকলীন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এস এম ফেরদৌস। সভায় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।

অপরদিকে উডসাইডের সভায় সভাপতিত্ব করেন ‘সেলিম-আলী’ প্যানেলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, বিশিষ্ট ব্যবসায়ী ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ। সভায় প্রধান অতিথি ছিলেন প্যানেলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু। সভায় সভাপতি পদপ্রার্থী আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলী ছাড়াও সোসাইটির সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন খান, কমিউনিটি নেতা বদরুল হোসেন খান, আজহারুল হক মিলন, আব্দুর রহিম হাওলাদার, আবু নাসের, জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম, মকবুল রহিম চুনুই, ফিরোজুল ইসলাম পাটোয়ারী, এবিএম ওসমান গণি, ইউনূস সরকার, ছদনূর নূর, জুনায়েদ আহমেদ চৌধুরী, শামসুদ্দীন, ফখরুল ইসলাম

দেলোয়ার, ফারুক হোসেন মজুমদার, মাহবুবুল আলম, এস এম ফেরদৌস, মনজুর চৌধুরী জগলু, রোকন হাকিম, নিজামুল হক নিজাম, হাসান মাহমুদ সোহেল, আবুল খায়ের আজাদ, নাজমুস সারোয়ার, কাজী বুরহান, আব্দুর রউফ, আব্দুল মোসাব্বির প্রমুখ বক্তব্য রাখেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমাজকল্যাণ পদপ্রার্থী জামিল আনসারী এবং গীতা থেকে পাঠ করেন উমা পাল। এরপর বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। যৌথভাবে সভাটি পরিচালনা করেন ‘সেলিম-আলী’ প্যানেলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব কাজী তোফায়েল ইসলাম ও সোসাইটির সাবেক যুগ্ম সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ। সভায় সর্বস্তরের বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন এদিকে ‘সেলিম-আলী’ প্যানেলের পক্ষ থেকে জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ ধানসিড়ি রেষ্টুরেন্টে গত ২০ অক্টোবর রোববার সন্ধ্যায় এক বারবিকিউ পার্টির আয়োজন করা হয়।

বার্তা প্রেরক:

সালাহউদ্দিন আহমেদ

ইউএনএ, নিউইয়র্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *