এসময় ছাত্রদল নেতারা হামলাকারীদের শাস্তির পাশাপাশি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন।
এদিকে ছাত্রদলের সমাবেশকে কেন্দ্র করে সর্তক অবস্থান রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সমাবেশ স্থল এবং আশপাশের বিভিন্ন গলিতে তারা অবস্থান নিয়েছেন। এছাড়া সমাবেশস্থলে রাখা হয়েছে জল-কামান ও প্রিজন ভ্যান।
ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের সঞ্চালনায় প্রতিবাদী ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য রাখার কথা রয়েছে।
এদিকে সমাবেশে আসা ছাত্রদলের নেতাকর্মীদের বিশৃঙ্খলা সৃষ্টি না করতে নির্দেশ দিয়েছেন সাইফ মাহমুদ জুয়েল। তিনি বলেন, সমাবেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
