ব্রুকলীনে বিশাল নির্বাচনী জনসভা আবারো কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি

হ-বাংলা নিউজ: নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশ সোসাইটির নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকী। এই নির্বাচন

ঘিরে জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা। চলছে শেষ মূহূর্তের প্রচারণা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘রুহুল-জাহিদ’ প্যানেলের পক্ষ থেকে গত ১৯ অক্টোবর, শনিবার সন্ধ্যায় ব্রুকলীনে নির্বাচনী জনসভার আয়োজন করে নির্বাচনী প্রচারে চমক সৃষ্টি করেছে। সোসাইটির ইতিহাসে ব্রুকলীনের রাজপথে নোয়াখালী ভবনের সামনে প্রথমবারের মতো ছামিয়ানা টাঙ্গিয়ে বিশাল জনসভা করে সোসাইটির নির্বাচনে নতুন মাত্র যোগ করলো প্যানেলটি। জনসভায় ‘রুহুল-জাহিদ’ প্যানেলের পক্ষ থেকে আবারো ‘কমিউনিটি সেন্টার’ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয়া হয়। সভায় প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাহিদ মিন্টু বলেন, কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠায় বৃহত্তর নোয়াখালী সমিতি ও জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা এই দুই সংগঠন মিলে এক লাখ ৫০ হাজার ডলার অনুধানের প্রতিশ্রুতি দিয়েছে। আমরা আমাদের প্যানেল থেকে ২০০ হাজার ডলার দিতে প্রস্তুত। আমাদের প্রতিদ্বন্দ্বি প্যানেল ২০০ হাজার ডলার দিলে আমরা তা দিয়ে ‘কমিউনিটি সেন্টার’ প্রতিষ্ঠার কাজ শুরু করতে পারি। সভায় বলা হয়, আগামী বছর বাংলাদেশ সোসাইটি ৫০ বছরে পদার্পণ করবে। তাই সোসাইটির বছর পূর্তি আয়োজনের পরিকল্পনা মাথায় রেখেই ‘রুহুল-জাহিদ’ প্যানেল এগিয়ে যাচ্ছে। খবর ইউএনএ’র।

বৃহত্তর নোয়াখালী সমিতি ইউএসএ’র সভাপতি নাজমুল হাসান মানিকের সভাপতিত্বে সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর প্যানের জয়ের জন্য বিশেষ দোয়া করা হয়। সভায় প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন ‘রুহুল-জাহিদ’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব জে মোল্লা সানি। সভায় সভাপতি পদপ্রার্থী রুহুল আমীন সিদ্দিকী ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাহিদ মিন্টু ছাড়াও উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বোরহান উদ্দিন কফিল, বীর মুক্তিযোদ্ধা আলহাজ বাবর উদ্দিন, কমিউনিটি নেতা নজির ভান্ডারী, আব্দুল বাসেত, আনোয়ারুল ইসলাম, রমেশ চন্দ্র, কাজী ফৌজিয়া, বদরুল হক আজাদ, সালেহ আহমদ মানিক, আব্দুল হান্নান খান দুখু সহ বিভিন্ন মসজিদের ইমাম ও কমিউনিটি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। যৌথভাবে সভাটি পরিচালনা করেন জাহিদ মিন্টু ও জসিম উদ্দিন।

জনসভায় সর্বস্তরের মানুষের উপস্থিতিও ছিলো লক্ষণীয়। দুই ডজনাধিক কমিউনিটি নেতৃবৃন্দের বক্তব্য ছাড়াও সভায় ছিলো নৈশভোজ। সন্ধ্যায় শুরু হওয়া জনসভার কার্যক্রম চলে রাত প্রায় ১১টা পর্যন্ত।

অপরদিকে ‘রুহুল-জাহিদ’ প্যানেলের অপর নির্বাচনী সভা রোববার সন্ধ্যায় জ্যামাইকার স্টার কাবাব রেস্টুরেন্টের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় নতুন-পুরাতনের সমন্বয়ে গঠিত ‘রুহুল-জাহিদ’ প্যানেলের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান। এজন্য ভোটের দিন ভোট কেন্দ্রে গিয়ে প্যানেলের সকল প্রার্থীকে ভোট দেয়ার উপর গুরুত্বারোপ করেন বক্তারা। সভায় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ নেন।

সভায় সভাপতি পদপ্রার্থী রুহুল আমীন সিদ্দিকী ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাহিদ মিন্টু ছাড়াও উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বোরহান উদ্দিন কফিল ও সদস্য সচিব জে মোল্লা সানি সহ বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন, জামান তপন, সৈয়দ আল আমীন রাসেল, মইনুল ইসলাম, মোহাম্মদ তুহিন প্রমুখ বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন সাইফুল ইসলাম ও জসিম উদ্দিন।

বার্তা প্রেরক:

সালাহউদ্দিন আহমেদ

ইউএনএ, নিউইয়র্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *