ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর প্রতি এক চীনা ভক্তের অদ্ভুত ভালোবাসা

হ-বাংলা নিউজ: বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো, যার ভক্তকুল সারা বিশ্বজুড়ে ছড়িয়ে আছে। রোনাল্ডোর প্রতি ভক্তদের উন্মাদনার নানা উদাহরণ দেখা যায়, বিশেষ করে ম্যাচ চলাকালে তাকে একনজর দেখতে বা সেলফি তুলতে অনেক ভক্ত মাঠে ঢুকে পড়েন। তবে এবার এক চীনা ভক্তের কাণ্ডটি সত্যিই অবাক করার মতো।

জানা গেছে, রোনাল্ডোর সঙ্গে দেখা করতে ওই চীনা ভক্ত ছয় মাস ২০ দিনে ১৩ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। সৌদি প্রোলিগে আল শাবাবের বিপক্ষে ম্যাচের পর তিনি রোনাল্ডোর সঙ্গে সাক্ষাৎ করেন। বিমানভাড়া না থাকায় সড়কপথে সাইকেল চালিয়ে সৌদি আরবে পৌঁছান ওই নাগরিক।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, রোনাল্ডোর সেই ভক্ত সাইকেল নিয়ে অপেক্ষা করছেন। তার সাইকেলে আল নাসরের জার্সি এবং অন্যান্য জিনিসপত্রের সঙ্গে একটি বড় কাগজ ছিল।

কাগজটিতে লেখা ছিল— “১৩ হাজার কিলোমিটার, ৬ মাস ২০ দিন। আমি চীন থেকে এখানে এসেছি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সঙ্গে দেখা করতে।” পরবর্তী সময়ে আরও কিছু ছবিতে রোনাল্ডোকে সেই ভক্তের সঙ্গে দেখা করে ছবি তুলতে এবং অটোগ্রাফ দিতে দেখা গেছে।

দলবদল বিশেষজ্ঞ এবং ইতালীয় সাংবাদিক ফাবরিজিও রোমানোও রোনাল্ডোর সঙ্গে ওই ভক্তের ছবি পোস্ট করেছেন। মন্তব্যের ঘরে অনেকেই রোনাল্ডোর প্রশংসা করেছেন। ভক্ত জোসেফ কাদজাওয়া লিখেছেন— “একটি বিষয়ই তার শ্রেষ্ঠত্বকে সংজ্ঞায়িত করে: ফুটবলের ভেতরের ও বাইরের মানুষরা তাকে কতটা ভালোবাসে।” কেলা জুনিয়র লিখেছেন— “ভালোবাসার শক্তি।” মিশেল সোর্ম মন্তব্য করেছেন— “এটা সত্যিই অবিশ্বাস্য! সে ঝুঁকি নিয়ে এত দীর্ঘ পথ অতিক্রম করেছে রোনাল্ডোর সঙ্গে দেখা করার জন্য। এটি অসাধারণ একটি ঘটনা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *