সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যার তদন্তে সরকার গঠন করেছে টাস্কফোর্স

হ-বাংলা নিউজ: সরকার সাংবাদিক দম্পতি সাগর ও রুনির হত্যার তদন্তে একটি টাস্কফোর্স গঠন করেছে। বুধবার চার সদস্যের এই টাস্কফোর্স গঠনের বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়, যা ৩০ সেপ্টেম্বর হাইকোর্টের একটি আদেশের পরিপ্রেক্ষিতে কার্যকর হয়েছে।

জননিরাপত্তা বিভাগের জারিকৃত পরিপত্রে উল্লেখ করা হয়েছে, টাস্কফোর্সটি আইন ও বিধি অনুযায়ী সাগর-রুনির হত্যা মামলার তদন্ত সম্পন্ন করে আগামী ছয় মাসের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন জমা দেবে।

টাস্কফোর্সের সদস্যরা প্রয়োজনে নতুন সদস্য যুক্ত করতে পারবেন। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

টাস্কফোর্সের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরোর (পিআইবি) প্রধান। অন্যান্য তিন সদস্য হচ্ছেন: পুলিশ অধিদপ্তরের একজন প্রতিনিধি (অ্যাডিশনাল ডিআইজি পদমর্যাদার নিচে নয়), অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একজন প্রতিনিধি (অ্যাডিশনাল ডিআইজি পদমর্যাদার নিচে নয়) এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) একজন প্রতিনিধি (পরিচালক পদমর্যাদার নিচে নয়)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *