হ-বাংলা নিউজ: রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ জন উপ-পরিদর্শককে (এসআই) শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। ১৭ অক্টোবর তাদের ছুটিতে পাঠানো হয়।
মঙ্গলবার সকালে সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ ও অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. মাসুদুর রহমান ভুঞা এ তথ্য জানান।
তিনি জানান, প্রশিক্ষণরত মোট ৮২৩ ক্যাডেট এসআইয়ের মধ্যে শৃঙ্খলাজনিত কারণে ২৫২ জনের বিরুদ্ধে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অব্যাহতির চিঠিতে উল্লেখ করা হয়েছে, ১ অক্টোবর সকালে বাংলাদেশ পুলিশ একাডেমি প্যারেড মাঠে ৪০তম বিসিএস (পুলিশ) প্রবেশনারস ব্যাচ–২০২৩ এর সমাপনী কুচকাওয়াজের অনুশীলন চলছিল। এ সময় নির্ধারিত মেনু অনুযায়ী প্রশিক্ষণার্থীদের জন্য সকালের নাশতা পরিবেশন করা হয়। কিন্তু কিছু শিক্ষার্থী সেই নাশতা না খেয়ে মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং একাডেমি কর্তৃপক্ষের বিরুদ্ধে অশোভন আচরণ করে।
এছাড়া, অভিযুক্তরা প্যারেড মাঠ থেকে বের হয়ে নিজেদের ইচ্ছামতো আচরণ করতে থাকে, যা শৃঙ্খলার পরিপন্থি। তাদের এসব কার্যকলাপ অন্যান্য প্রশিক্ষণার্থীদের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে।
অধ্যক্ষের নির্দেশে পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস) তিনদিনের মধ্যে কৈফিয়ত জমা দিতে বলেন। কিন্তু দাখিলকৃত কৈফিয়ত সন্তোষজনক মনে হয়নি। এ ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড সাব-ইন্সপেক্টর পদে কাজের ক্ষেত্রে বড় ধরনের অন্তরায় হিসেবে বিবেচিত।
