নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা একাদশে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা

হ-বাংলা নিউজ: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সেই একাদশে এশিয়ার একমাত্র প্রতিনিধি হিসেবে জায়গা পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সেরা একাদশেও স্থান পেয়েছেন তিনি।

বাংলাদেশ দল বিশ্বকাপে সুবিধা করতে না পারলেও, জ্যোতি ছিলেন উজ্জ্বল। তিনি ৪ ম্যাচে ৩৪ গড়ে রান করেছেন এবং উইকেটের পিছনে তার পারফরম্যান্স ছিল অসাধারণ—একটি ক্যাচ এবং ছয়টি স্টাম্পিং করেছেন।

এমন অনবদ্য পারফরম্যান্সের সুবাদে জ্যোতি জায়গা পেয়েছেন আসরের সেরা একাদশে।

আইসিসির ঘোষিত বিশ্বকাপ সেরা একাদশে রানার্সআপ দক্ষিণ আফ্রিকা থেকে তিনজন ক্রিকেটার স্থান পেয়েছেন, শিরোপা জয়ী নিউজিল্যান্ডের দুইজন এবং ওয়েস্ট ইন্ডিজ থেকেও দুইজন রয়েছেন। এছাড়া বাংলাদেশ, ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া থেকে একজন করে ক্রিকেটার রয়েছে।

২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ:

  • লরা উলভার্ট (অধিনায়ক, দক্ষিণ আফ্রিকা)
  • তাজমিন ব্রিটস (দক্ষিণ আফ্রিকা)
  • ড্যানি ওয়াট-হজ (ইংল্যান্ড)
  • অ্যামিলিয়া কার (নিউজিল্যান্ড)
  • হারমানপ্রিত কৌর (ভারত)
  • ডিয়ান্ড্রা ডটিন (ওয়েস্ট ইন্ডিজ)
  • নিগার সুলতানা (উইকেটকিপার, বাংলাদেশ)
  • অ্যাফি ফ্লেচার (ওয়েস্ট ইন্ডিজ)
  • রোজমেরি মেয়ার (নিউজিল্যান্ড)
  • মেগান শাট (অস্ট্রেলিয়া)
  • ননকুলুলেকো এমলাবা (দক্ষিণ আফ্রিকা)

দ্বাদশ খেলোয়াড়: ইডেন কার্সন (নিউজিল্যান্ড)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *