হ-বাংলা নিউজ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদের সব ধরনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একইসাথে, তার আর্থিক প্রতিষ্ঠানে থাকা হিসাবও জব্দ করেছে কর বিভাগ।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) থেকে সোমবার সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের একটি চিঠি পাঠানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে যে, হারুনের হিসাব পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত জব্দ রাখতে হবে।
সিআইসি একইসঙ্গে হারুন অর রশীদের পরিবারের অন্যান্য সদস্যদেরও ব্যাংক হিসাব জব্দ করেছে। তারা হলেন: হারুনের স্ত্রী শিরিন আক্তার, মা জহুরা খাতুন, ভাই এ বি এম শাহরিয়ার ও জিয়াউর রহমান, শ্বশুর ফরিদ উদ্দিন আহমেদ, এবং আত্মীয় সমরাজ মিয়া।
ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ ও তার পরিবারের সদস্যদের কর ফাঁকির বিষয়টি তদন্ত করছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের কর্মকর্তারা। তাদের আয়কর নথিতে প্রদর্শিত সম্পদ, আয়-ব্যয় এবং অন্যান্য সম্ভাব্য আয় ও সম্পদও খতিয়ে দেখা হবে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সিআইসির কর্মকর্তারা জানিয়েছেন, কর ফাঁকি ধরা পড়লে হারুন ও তার পরিবারের সদস্য এবং আত্মীয়দের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, দেশের শীর্ষ ছয় ব্যবসায়ীরও কর ফাঁকি অনুসন্ধানে নেমেছে সিআইসি। ওই ব্যবসায়ীরা হলেন: বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান, এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান এবং ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম।
