সাবেক মন্ত্রী ইমরান আহমেদ গ্রেফতার

হ-বাংলা নিউজ: সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদকে রোববার দিবাগত রাতে বনানী থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিএমপির জনসংযোগ বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান রাত দেড়টার দিকে যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবি সূত্র জানায়, ইমরান আহমেদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর যেকোনো একটি মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।

সিন্ডিকেট করে অর্থ আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে ইমরান আহমেদের বিরুদ্ধে গত ৩ সেপ্টেম্বর পল্টন থানায় একটি মামলা দায়ের হয়। মামলায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ ১০৩ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার বাদী আলতাফ খান, যিনি আফিয়া ওভারসিজের মালিক, নিজেকে ভুক্তভোগী দাবি করে এ মামলা করেন। তিনি আসামিদের বিরুদ্ধে ২৪ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনেন।

আলতাফ খান অভিযোগ করেন, মন্ত্রী নিয়মের বাইরে গিয়ে মালয়েশিয়ায় লোক পাঠাতে চেয়েছিলেন। আসামিরা তাদেরকে জোরপূর্বক জিম্মি করে টাকা নিয়েছেন। মন্ত্রী ব্যক্তিগতভাবে ১২ কোটি টাকা জোরপূর্বক আদায় করেছেন। এ ক্ষেত্রে তৎকালীন সচিব আহমেদ মুনিরুছ সালেহীনও যুক্ত ছিলেন।

তিনি বলেন, “এদের আমি একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র বলবো। যিনি মন্ত্রী ছিলেন, তিনি তো শপথ করেছিলেন রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে কিছু করবেন না। মালয়েশিয়ায় ১৫টি দেশ থেকে কর্মী যায়, কিন্তু মন্ত্রী ভিন্ন একটি চুক্তিতে স্বাক্ষর করেন। তিনি একটি হোটেলে বসে এই স্বাক্ষর করেন। তখন বলা হয়েছিল, লোক নেওয়ার জন্য এজেন্সি পছন্দ করবে মালয়েশিয়ান সরকার, কিন্তু সেটি তো করবে কোম্পানি, মালয়েশিয়ান সরকার নয়। এখানে তিনি অনিয়ম করেছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *