ছাত্র-জনতার অভ্যুত্থানের পরও চ্যালেঞ্জ শেষ হয়নি: সারজিস আলম

হ-বাংলা নিউজ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পরেও চ্যালেঞ্জের সমাপ্তি হয়নি। তিনি উল্লেখ করেন, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ফ্যাসিস্টের দোসররা জনগণকে বিভ্রান্ত করতে থাকবে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

শুক্রবার বিকালে রাজধানীর মিরপুর-১০ নম্বর ফায়ার সার্ভিস মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, অভ্যুত্থান ধরে রাখার চ্যালেঞ্জ এখনও বিদ্যমান। যতদিন না জনগণের ভোটে নির্বাচিত সরকার ক্ষমতায় আসে, ততদিন তারা সোচ্চার থাকবে। ফ্যাসিস্টদের সমর্থকরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে জনগণের মাঝে আসবে এবং বিভ্রান্তির সৃষ্টি করবে। তাদের বিভিন্ন ঘটনার মুখোমুখি দাঁড় করিয়ে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে। সুতরাং, সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এবং ছাত্রলীগের ক্যাডাররা ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি চালিয়েছিল। তাদের গ্রেফতার করতে হবে, নতুবা তারা অন্য কোনো বিশৃঙ্খলাকারী হিসাবে ফিরে আসবে। তিনি মনে করিয়ে দেন, অভ্যুত্থানের সময় যারা রাজপথে ছিলেন, তারা পরীক্ষিত সৈনিক এবং সত্যিকারের জনগণের বন্ধু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *