আগামী ২১-২৬ অক্টোবর সামোয়ার রাজধানী আপিয়ায় অনুষ্ঠিত কমনওয়েলথ সম্মেলনে যাচ্ছেন না প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

হ-বাংলা নিউজ: পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

তিনি বলেন, “ড. ইউনূস এই সম্মেলনে অংশ নেবেন না। তবে চলতি বছরের নভেম্বরে সাত দেশের আঞ্চলিক জোট বিমসটেকের শীর্ষ সম্মেলনে তিনি যাবেন।”

তৌহিদ হোসেন জানান, “কমনওয়েলথ হেড অব গভর্নমেন্টস মিটিং হবে সামোয়াতে, যেখানে প্রধান উপদেষ্টা উপস্থিত হবেন না। এজন্য আমি মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করবো। কমনওয়েলথ সম্পর্কিত কিছু ইস্যু রয়েছে, সেগুলোতে আমাদের অবস্থান একই।”

ভারত-পাকিস্তানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “দ্বিপক্ষীয় কিছু বৈঠক হবে। ভারত ও পাকিস্তানের সঙ্গে নিউইয়র্কে সাক্ষাৎ হয়ে গেছে, সেখানে আমি আর যাচ্ছি না। যাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি, তাদের সঙ্গে হবে।”

বিমসটেক সম্মেলনে প্রধান উপদেষ্টা যাওয়ার বিষয়ে তিনি বলেন, “বিমসটেক সম্মেলন যখন হবে, তখন তিনি যাবেন। এটি কিছু দেশের জন্য এবং সেখানে আলোচনা করতে একটি অন্তরঙ্গ পরিবেশ তৈরি হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *