হ-বাংলা নিউজ: ইউরোপীয় ফুটবলে মেসি ও রোনালদোর মহাকাব্যিক দ্বৈরথ সকলের মনে দাগ কাটে। বর্তমানে মেসি খেলছেন যুক্তরাষ্ট্রে, আর রোনালদো সৌদি আরবে। তবে তাদের এই প্রতিদ্বন্দ্বিতা এখনও চলছে। বুধবার (১৬ অক্টোবর) বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার ৬-০ গোলের জয়ে হ্যাটট্রিক করেন মেসি।
এই হ্যাটট্রিকের মাধ্যমে মেসি রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন। আর্জেন্টিনার জার্সিতে এটি মেসির দশম হ্যাটট্রিক। এর আগে আন্তর্জাতিক ফুটবলে ১০ হ্যাটট্রিকের রেকর্ড কেবল রোনালদোর ছিল।
২০২১ সালে লুক্সেমবার্গের বিরুদ্ধে পর্তুগালের ৫-০ গোলের জয়ী ম্যাচে রোনালদো তার দশম হ্যাটট্রিকটি করেছিলেন। সে সময় তিনি সুইডেনের সভেন রিডেলের ৯ হ্যাটট্রিকের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছান। আর তিন বছরের মধ্যেই মেসি তাকে স্পর্শ করলেন।
দেশের হয়ে ১০ হ্যাটট্রিকের মাইলফলক অর্জনে মেসি রোনালদোর চেয়ে দুই ম্যাচ কম খেলেছেন। রোনালদো ১৯১ ম্যাচে দশম হ্যাটট্রিক পেলেও, মেসি মাত্র ১৮৯ ম্যাচেই এই রেকর্ডে পৌঁছান।
