বন্যা চোখ রাঙাচ্ছে নদী বেষ্টিত কুমিল্লায়। গত কয়েক দিনের ভারী বর্ষণে জেলার নদীগুলোতে পানি বাড়তে শুরু করেছে। পানি বেড়ে কিছু নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। কিছু কিছু এলাকায় ভাঙন দেখা দিয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে আগামী ২৫ জুনের মধ্যেই নদীগুলোর পানি বিপৎসীমা অতিক্রম করবে। একইসঙ্গে ভারতের ত্রিপুরায় গোমতী নদীর ব্যারেজ খুলে দিলে যেকোনও সময় প্লাবিত হবে এই জেলা।

জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ভারতের ত্রিপুরা এলাকার গোমতী নদীতে আরও ১০ বছর আগে একটি ব্যারেজ নির্মাণ করা হয়েছে। ওই ব্যারেজটি ভারতের ভেতর থাকা গোমতীর ১৭ কিলোমিটার এলাকার পানি আটকে রাখে। যদি ত্রিপুরা এলাকা থেকে ওই ব্যারেজ খুলে দেওয়া হয় তাহলে কুমিল্লার গোমতী এলাকার আশপাশে কৃত্রিম বন্যা সৃষ্টি হবে। যা কুমিল্লার জন্য হুমকি হয়ে দাঁড়াবে।
