জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের ৫ সদস্যের পরামর্শক কমিটি গঠন

হ-বাংলা নিউজ: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কারের লক্ষ্যে সাবেক দুই চেয়ারম্যানসহ ৫ সদস্যের একটি পরামর্শক কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এ কমিটি রাজস্ব খাতের সংস্কার প্রস্তাবসহ ৬টি বিষয়ে পরামর্শ দেবে। বুধবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

পরামর্শক কমিটির সদস্যরা হলেন: এনবিআরের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ ও ড. নাসির উদ্দিন আহমেদ, সাবেক সদস্য (কর) দেলোয়ার হোসেন, সাবেক সদস্য (শুল্ক) ফরিদ উদ্দিন এবং সাবেক সদস্য (কর) আমিনুর রহমান।

এই কমিটি রাজস্ব প্রশাসনের সংস্কার বিষয়ে পরামর্শ প্রদান করবে এবং রাজস্ব নীতি সংস্কার সম্পর্কে সুপারিশ করবে। এছাড়াও, জাতীয় রাজস্ব বোর্ডের প্রাতিষ্ঠানিক সক্ষমতার মূল্যায়ন ও আধুনিকায়নের বিষয়ে প্রস্তাব দেবে। শুদ্ধাচার এবং সুশাসনের প্রাতিষ্ঠানিক কাঠামো ও নীতিমালা প্রণয়ন নিয়ে পরামর্শ দেওয়ার পাশাপাশি নাগরিক যোগাযোগ এবং অংশীজন সম্পৃক্ততার কার্যক্রমের ওপরও দৃষ্টি নিবদ্ধ করবে। তাছাড়া রাজস্ব সংস্কার সংক্রান্ত যে কোন নীতিগত পরামর্শ দিতে সক্ষম হবে এই কমিটি। এনবিআরের বোর্ড প্রশাসনের সদস্য কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *