ওকলাহোমার তুলসার একটি হাসপাতালে বন্দুক হামলায় ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন। পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানায়, সন্দেহভাজন হামলাকারীর কাছে রাইফেল এবং হ্যান্ডগান ছিল। হামলাকারী নিজেরও মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, বুধবার বিকালে (১ জুন) সেন্ট ফ্রান্সিস হাসপাতালে এই বন্দুক হামলার ঘটে। হামলার খবর পেয়েই পুলিশ তিন মিনিটের মধ্যে সেখানে উপস্থিত হয়। অন্যথায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারতো। কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ডেপুটি পুলিশ চিফ এরিক ডালগ্লেইশ জানান, এখন পর্যন্ত চারজন বেসামরিক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া হামলাকারীর মৃত্যুও হয়েছে। তিনি জানান, ‘হামলাকারীকে এখনও শনাক্ত করা যায়নি। তবে নিজের অস্ত্রের আঘাতেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে’। হামলাকারীর কাছে একটি লং গান এবং একটু হ্যান্ডগান ছিল। এছাড়া হামলার কারণ সম্পর্কে এর বেশি তথ্য পাওয়া যায়নি।
