হ-বাংলা নিউজ: লাতিন আমেরিকার ভোটারদের মধ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট এবং ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ১৪ পয়েন্ট এগিয়ে রয়েছেন। রবিবার মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এনবিসি নিউজের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এনবিসির এক জরিপে দেখা গেছে, ৫৪ শতাংশ লাতিনো ভোটার কমলাকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান, যেখানে ট্রাম্পের প্রতি সমর্থন ৪০ শতাংশ।
জরিপটি ১৫ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত হয়। যদিও কমলা এগিয়ে আছেন, লাতিনোদের মধ্যে ডেমোক্র্যাটদের জনপ্রিয়তা আগের তুলনায় অনেকটা কমেছে। ২০২০ সালের নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেন রিপাবলিকান প্রার্থীর চেয়ে ৩৬ পয়েন্ট এগিয়ে ছিলেন।
বর্তমান নির্বাচনী দৌড়ে অনেক ভোটার কমলাকে তার শক্তিশালী নেতৃত্বের জন্য সমর্থন জানিয়েছেন। জরিপে অংশ নেওয়া লাতিনো ভোটাররা মনে করছেন, কমলা তাদের চাহিদা পূরণে আরও ভালো কাজ করতে পারবেন।
দোদুল্যমান ছয়টি রাজ্যে ট্রাম্পকে অতিক্রম করেছেন তিনি। ব্লুমবার্গ নিউজ এবং মর্নিং কনসালট্যান্টের যৌথ জরিপে দেখা গেছে, সাতটি দোদুল্যমান রাজ্যের মধ্যে ছয়টিতে কমলা দুই থেকে সাত পয়েন্টে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন। শুধুমাত্র জর্জিয়ায় তিনি ট্রাম্পকে ছাড়িয়ে যেতে পারেননি।
বিশেষ করে নেভাদায় কমলা সবচেয়ে বেশি ব্যবধানে এগিয়ে। সেখানে তিনি ৫২ শতাংশ সমর্থন পেয়েছেন, ট্রাম্পের ৪৫ শতাংশের বিপরীতে। তরুণ ভোটারদের মধ্যেও তার জনপ্রিয়তা বেড়েছে, যেখানে তিনি ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন।
