শব্দদূষণ নিয়ন্ত্রণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশের দেড় কিলোমিটার এলাকা ‘নীরব এলাকা’ ঘোষণা


হ-বাংলা নিউজ:  ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঘিরে দেড় কিলোমিটার এলাকা ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করেছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

তিনি জানান, এই নীরব এলাকার সীমানা বিমানবন্দরের উত্তর ও দক্ষিণের নির্ধারিত অঞ্চল, যা স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল লে মেরিডিয়ান পর্যন্ত বিস্তৃত হবে।

শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০০৬ এর বিধি ৪ অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামী ১ অক্টোবর থেকে এটি কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *