১৪ বছর পর ঢাকা মাতালো পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’

হ-বাংলা নিউজ: শনিবার রাতে ‘লেজেন্ডস অব দ্য ডিকেড’ শিরোনামের কনসার্ট অনুষ্ঠিত হয় যমুনা ফিউচার পার্কে, যা দক্ষিণ

এশিয়ার সর্ববৃহৎ শপিংমল। এদিন ‘জাল’ তাদের প্রথম অ্যালবাম ‘আদাত’র ২০ বছর উদযাপন করে এবং দেশের তিন জনপ্রিয় ব্যান্ড—অর্থহীন, ভাইকিংস ও কনক্লুশন—এদের সঙ্গে পারফর্ম করে।

যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে কনসার্টটি যৌথভাবে আয়োজন করে অ্যাসেন, জির্কোনিয়াম এবং ইন এফিলিয়েশন উইথ রুটওভার এক্সপিরিয়েন্স।

দুপুরের পর থেকেই ‘জাল’ ও অর্থহীনসহ অন্যান্য ব্যান্ডের গান শুনতে দর্শকের উপস্থিতি বাড়তে থাকে। বিকাল ৫টায় শুরু হয় কনসার্ট। দর্শক সংখ্যা বাড়তে থাকায় নর্থ কোর্ট কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এক পর্যায়ে, জায়গার সংকুলান না হওয়ায় আয়োজকরা কনসার্টটি সবার জন্য উন্মুক্ত করে দেন, ফলে দর্শকরা পার্কের সব লেভেল থেকে কনসার্টটি উপভোগ করেন।

কনসার্টের শুরুতে পারফর্ম করে ‘কনক্লুশন’ ব্যান্ড। এরপর ‘ভাইকিংস’ মঞ্চে আসে। এরপর ‘অর্থহীন’ ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন দেড় বছর পর মঞ্চে উঠে, যিনি ‘বেজবাবা’ সুমন নামে পরিচিত।

সবশেষে পারফর্ম করে ‘জাল’। শুরু থেকেই শ্রোতাদের মধ্যে তাদের গান শোনার প্রতি ব্যাপক আগ্রহ ছিল। ব্যান্ডের প্রতিষ্ঠাতা গওহর মুমতাজ মঞ্চে প্রবেশ করতেই দর্শকের উল্লাসে ভরে যায়। প্রথম গান হিসেবে ‘লামহে’ পরিবেশন করে তিনি দর্শকদের মাতিয়ে দেন। এরপর বেশ কয়েকটি গান পরিবেশন করেন, যার সুরে হাজার হাজার দর্শক মেতে ওঠে।

২০১০ সালে প্রথমবার ঢাকায় আসার পর ‘জাল’ আর কোনো কনসার্টে অংশ নেয়নি।

২০০২ সালে পাকিস্তানের লাহোরে রক গানের মাধ্যমে আত্মপ্রকাশ করে ‘জাল’। ২০০৪ সালের ২৭ সেপ্টেম্বর প্রকাশিত হয় তাদের প্রথম অ্যালবাম ‘আদাত’, যার ‘লামহে’, ‘আদাত’, ‘পানছি’, ‘বিখরা হু ম্যায়’ গানগুলো বিশেষভাবে জনপ্রিয় হয়ে ওঠে।

ঢাকায় এসে তারা নতুন একটি অ্যালবামের ঘোষণা দেয়, যার নাম হবে ‘বারিশ’। সম্প্রতি কোক স্টুডিও পাকিস্তান এবং পেপসি ব্যাটল অব দ্যা ব্যান্ডসে গান গেয়ে নতুন করে দর্শকদের প্রশংসা পায় তারা। ব্যান্ডের বর্তমান সদস্যরা হলেন গওহর মুমতাজ, আমির আজহার ও সালমান অ্যালবার্ট।

আগে, শুক্রবার সন্ধ্যায় পূর্বাচল ৩০০ ফুট এক্সপ্রেসওয়ের পাশে ঢাকা এরিনায় ‘লিজেন্ডস অব দ্য ডিকেড’ কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে কনসার্ট শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে তা স্থগিত করে আয়োজক প্রতিষ্ঠান। পরে সংবাদ সম্মেলনে জানানো হয়, কনসার্টটি যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *