ঐশ্বরিয়া ও বচ্চন পরিবারের কলহ নিয়ে চলছে আলোচনা

হ-বাংলা নিউজ: ঐশ্বরিয়া রাই এবং অমিতাভ বচ্চনের পরিবারের মধ্যে কলহ নিয়ে আলোচনা থামছেই না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট প্রকাশিত হয়েছে, যেখানে দাবি করা হয়েছে যে অমিতাভ নাকি প্রকাশ্যে ঐশ্বরিয়াকে উপেক্ষা করেছেন। এই বিষয়ে সমালোচনা করেছেন সিমি গারেওয়াল।

সিমি গারেওয়ালের সঙ্গে বলিউডের অনেক তারকার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের সমালোচনা করেন, যেখানে বলা হয়েছে যে অমিতাভ শ্বেতা বচ্চন নন্দাকে নিয়ে বেশি মাতামাতি করেন এবং ঐশ্বরিয়াকে অবহেলা করেন।

ইনস্টাগ্রামে একটি ভিডিওতে সঞ্চালক জাগ্রুক জনতা অমিতাভের সমালোচনা করে বলেন, তিনি ঐশ্বরিয়ার সঙ্গে কখনো ছবি পোস্ট করেন না, যদিও তিনি নিজের দুই সন্তানের কৃতিত্ব উদযাপন করতে পিছপা হন না।

ভিডিওতে তিনি উল্লেখ করেন, “বচ্চন সাহেব নিজের মেয়ের সঙ্গে ছবি দেন, ছেলের সঙ্গে পুরনো ছবি শেয়ার করেন। অথচ পুরস্কার জেতার পরও ঐশ্বরিয়া রাইয়ের জন্য তিনি কিছু পোস্ট করেন না।”

তিনি আরও বলেন, একজন নারীর জীবন বদলে যায় যখন সে সুন্দরী ও শিক্ষিত হয়েও পুত্রবধূ হয়ে যায়। সিমি গারেওয়াল এর পর মন্তব্য করার জন্য প্রস্তুত আছেন।

গত কয়েক মাস ধরে বচ্চন পরিবার নিয়ে আলোচনা চলছে, অনেকের মতে অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাইয়ের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। তাদের একসঙ্গে দেখা যায় না অনেক দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *