আটলানটিক সিটিতে কাউন্সিলম্যান মোমিনুল হক মোমিনের নির্বাচনী সভায় ঐক্যের জয়গান

হ-বাংলা নিউজ: সুব্রত চৌধুরী- গত ২৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার রাতে

 আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ডের কাউন্সিলম্যান পদে

প্রতিদ্বন্দ্বীতাকারী মোমিনুল হক মোমিনের নির্বাচনী সভা

স্হানীয় একটি ভেনুতে অনুষ্ঠিত হয়।

বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুলের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন গিয়াসউদদীন পাঠান ও পবিত্র গীতা থেকে পাঠ করেন সুমন মজুমদার ।

সভায় বক্তব্য রাখেন আনজুম জিয়া,আমীর কাশ্মীরি, মনিরুজামান মনির,জাহাংগির হোসেন ভূঁইয়া,সুমন মজুমদার , মোঃ শাহরিয়ার আহমেদ,মিরাজ খান,মোঃ দিদার, ফরহাদ সিদ্দীক,সুব্রত চৌধুরী , সৈয়দ শহীদ , মোঃ আইয়ুব,আকবর হোসেন,আমিরুল ইসলাম টফি,শাহারু চৌধুরী, ফারুক তালুকদার,কুতুবউদদীন এমরান, বেলাল হোসেন,গিয়াসউদদীন পাঠান,বিপ্লব দেব,সাঈদ দোহা, মোঃ শাহীন, আসিফ আনোয়ার, জাকিরুল ইসলাম খোকা,সোহেল আহমদ,শেখ আমিন,ফেরদৌস আহমদ, শামসুল ইসলাম শাহজাহান,সৈয়দ মোঃ কাউসার, মোকতাদির রহমান,কাঞ্চন বল, সাব্বির হোসেন ভূঁইয়া,আব্দুর রফিক,শহীদ খান প্রমুখ ।

সভায় বক্তারা বলেন, আজকের ঐক্যবদ্ধ সভার মাধ্যমে 

বাংলাদেশি কমিউনিটিতে  ঐক্যের যে সূচনা  হয়েছে সেটা যেন বজায় থাকে।

বক্তারা আশা প্রকাশ করেন,এই ঐক্য যেন শুধুমাত্র ভোটের রাজনীতির জন্য না হয়ে বাংলাদেশ কমিউনিটির সাধারন স্বার্থে হয় এবং এই ঐক্য যেন চিরকাল অটুট থাকে।

বক্তারা বলেন,মূলধারায় আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি, কোন সংগঠনকে নয়।কাজেই মূলধারায় বাংলাদেশের ভাবমূর্তি যেন উজ্জ্বল হয় সেই লক্ষ্যেই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা আটলান্টিক সিটিতে ক্রিয়াশীল সকল বাংলাদেশি সংগঠনের মধ্যেও ঐক্যের তাগিদ দেন।

কাউন্সিলম্যান পদে প্রতিদ্বন্দ্বীতাকারী মোমিনুল হক মামুন তাঁর বক্তব্যে সভায় উপস্হিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং আগামী পাঁচ নভেম্বর, মংগলবার অনুষ্ঠিতব্য  নির্বাচনে তাঁকে পঞ্চম ওয়ার্ডের কাউন্সিলম্যান পদে জয়ী করার জন্য আহ্বান জানান।

সভায় কমিউনিটি নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে মোমিনুল হক মামুনকে জয়ী করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন।

উল্লেখ্য, বর্তমানে মোমিনুল হক মোমিন পঞ্চম ওয়ার্ডের  অন্তর্বর্তীকালীন কাউন্সিলম্যানের  দায়িত্ব পালন করছেন।

নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *