মেসি যুক্তরাষ্ট্রে আর এক মৌসুম খেলতে পারেন, মায়ামি ছাড়ার সম্ভাবনা

হ-বাংলা নিউজ: লিওনেল মেসি যুক্তরাষ্ট্রে হয়তো আর এক মৌসুম খেলবেন, তারপর তিনি মেজর সকার লিগ ছাড়তে পারেন। ডেভিড বেকহ্যামের ইন্টার মায়ামি ক্লাব ছাড়ার পর তিনি কোথায় যোগ দেবেন, তা নিয়ে আলোচনা চলছে।

মেসির মায়ামির সঙ্গে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে। এই ক্লাবের সঙ্গে তার আড়াই বছরের চুক্তি ছিল।

একটি আর্জেন্টিনার সংবাদমাধ্যমে মেসি জানিয়েছেন, চুক্তি বাড়ানোর বিষয়ে তিনি এখনো ইন্টার মায়ামির সঙ্গে আলোচনা করেননি এবং মায়ামি ছেড়ে আর্জেন্টিনায় ফিরে যাওয়ার কথাও ভাবছেন।

মেসি তার ফুটবল জীবন শুরু করেছিলেন আর্জেন্টিনার ক্লাব নিউওয়েল ওল্ড বয়েজে, যেখানে তিনি প্রথম নজরে আসেন। এরপর তিনি লা মাসিয়া অ্যাকাডেমিতে চলে যান। ক্যারিয়ারের শেষের দিকে আবারও নিউওয়েলসে ফিরতে পারেন তিনি।

যুক্তরাষ্ট্র ছাড়ার বিষয়ে জল্পনা শুরু হলেও অনেকের মতে, এটি কিছুটা সন্দেহজনক। কারণ ২০২৬ সালে যুক্তরাষ্ট্রেই ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। অনেকেই মনে করেন, মেসিকে যুক্তরাষ্ট্রে আনার উদ্দেশ্য ছিল দেশটিতে ফুটবলকে জনপ্রিয় করা। মেসি মায়ামিতে যোগ দেওয়ার পর ক্লাবটি ট্রফি অর্জন করেছে এবং মেজর সকার লিগের দর্শক সংখ্যাও বেড়েছে।

বিভিন্ন ক্লাবের স্পনসররাও লাভবান হয়েছেন। এমন পরিস্থিতিতে, যদি মেসি যুক্তরাষ্ট্র ছাড়েন, তাহলে তা দেশের ফুটবলের জন্য ক্ষতিকর হবে। তাই তার মায়ামির সঙ্গে চুক্তি আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *