হ-বাংলা নিউজ: ভারতের তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে নাতাশা স্ট্যানকোভিচের বিচ্ছেদ হয়েছে। বিচ্ছেদের পর নাতাশা নিজের দেশ সার্বিয়ায় চলে যান।
প্রায় এক মাস সার্বিয়ায় থাকার পর সম্প্রতি মুম্বাইয়ে ফিরে এসেছেন নাতাশা। ভারতে তার এই প্রত্যাবর্তন নিয়ে অনেক আলোচনা চলছে। অনেকের ধারণা, নাতাশা হয়তো পান্ডিয়াকে ভুলতে পারছেন না।
এই তারকা জুটির বিচ্ছেদের কারণ জানতে আগ্রহী ছিলেন অনুরাগীরা। শোনা যাচ্ছে, হার্দিক নাকি খুবই আত্মকেন্দ্রিক; নিজের কথার বাইরে তিনি কিছু ভাবতে পারেন না।
বিচ্ছেদের পর নাতাশা দীর্ঘদিন ধরে মানসিক কষ্টে ছিলেন। তিনি হার্দিকের সঙ্গে সবকিছু মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হতে পারেননি।
২০২০ সালের মে মাসে নাতাশা ও হার্দিক বিয়ে করেন এবং তাদের ঘরে আসে পুত্রসন্তান অগস্ত্য। ২০২৪ সালের জুলাইয়ে তারা বিচ্ছেদের ঘোষণা দেন।
বর্তমানে মুম্বাইয়ে ছেলেকে নিয়ে থাকছেন নাতাশা। হার্দিকের বাড়িতে ছেলের যাতায়াত রয়েছে। সম্প্রতি তাকে বিভিন্ন স্থানে দেখা গেছে, কখনো শরীরচর্চা কেন্দ্রে, কখনো রূপটান কেন্দ্রে।
এখন তিনি একটি নাচের ভিডিও শেয়ার করেছেন, যেখানে কথাগুলো এমন—‘এবার মেয়েটাকে মুক্ত করো।’ হার্দিকের সঙ্গে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকেই নাতাশা নানা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে আসছেন। বিচ্ছেদের পরও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন প্রাক্তন তা
