হ-বাংলা নিউজ: দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ও তাঁর পরিবারের সদস্যদের আর্থিক লেনদেনের তথ্য জানতে আটটি ব্যাংকে চিঠি পাঠিয়েছে। সোমবার দুদকের উপপরিচালক মো. মনজুর আলমের সই করা চিঠি সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালককে পাঠানো হয়েছে। রেকর্ডপত্র ও তথ্য-উপাত্তের সত্যায়িত কপি ৩০ সেপ্টেম্বরের মধ্যে দুদকে পাঠাতে অনুরোধ করা হয়েছে।
সূত্রের তথ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের পতনের পর সালমান এফ রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে, যার মধ্যে রয়েছে অনিয়ম, দুর্নীতি, শেয়ার জালিয়াতি এবং ৩৬ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ। দুদক এই অভিযোগের তদন্তে চার সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করেছে। অভিযোগে বলা হয়েছে, সালমান এফ রহমান এবং তাঁর পরিবার বিভিন্ন ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়ে তা বিদেশে পাচার করেছে।
অভিযোগের সুষ্ঠু তদন্তের জন্য সোমবার সরকারি-বেসরকারি আটটি ব্যাংকে চিঠি দিয়েছে দুদক। চিঠিতে সালমান এফ রহমান ও তাঁর পরিবারের সদস্যদের প্রদত্ত ব্যক্তিগত ঋণ, ঋণ অনুমোদন এবং বিতরণসহ সকল তথ্য-উপাত্ত চাওয়া হয়েছে। ডাচ্-বাংলা, এক্সিম, জনতা, ব্র্যাক, আইএফআইসিসহ আটটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের জরুরি ভিত্তিতে তথ্য পাঠানোর অনুরোধ করা হয়েছে।
এদিকে, বেক্সিমকো গ্রুপ ব্যবসা সচল রাখতে ব্যাংকিং সুবিধা চেয়েছে। তারা নতুন ঋণ প্রদানের পাশাপাশি পূর্ববর্তী ঋণের পরিশোধের মেয়াদ বৃদ্ধির দাবি করেছে। এ বিষয়ে বেক্সিমকো গ্রুপ সরকারের চার উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে বলা হয়েছে, রপ্তানি কার্যক্রম পরিচালনায় তারা সমস্যায় পড়েছে এবং প্রয়োজনীয় মূলধন না থাকার কারণে ব্যবসা হারানোর উপক্রম হয়েছে। তাই রপ্তানিসংশ্লিষ্ট ঋণ সুবিধা ফের চালুর আবেদন করেছে বেক্সিমকো গ্রুপ।
