নীলফামারীতে ঈদে মিলাদুন্নবী উদযাপিত


হ-বাংলা নিউজ: পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গত ১৬ সেপ্টেম্বর (১২ রবিউল আউয়াল) সোমবার

নীলফামারীতে এক জশনে জুলুস এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ৫৭০ সালের এই দিনে মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হযরত মুহাম্মদ (সা.) মক্কা নগরীতে মা আমিনার কোল আলোকিত করে জন্মগ্রহণ করেছিলেন। তার প্রতি সম্মান জানাতে আয়োজন করা হয় এই শোভাযাত্রা ও দোয়া মাহফিলের। মহানবী সা. তার ওপর অর্পিত রিসালাতের দায়িত্ব পালন শেষে ৬৩২ খ্রিষ্টাব্দে ঠিক এদিনেই ইন্তেকাল করেন। বিশ্ব মুসলিম দিনটিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করে থাকে।

নীলফামারীতে আয়োজিত শোভাযাত্রায় নেতৃত্ব দান করেন নীলফামারী বড় মসজিদের পেশ ইমাম মাওলানা সৈয়দ আশরাফুল হক। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে ডাঃ হানিফ, বাদশা কমিশনার, এম সুমন, এম আলমগীর, দুলুসহ অসংখ্য মানুষ কালিমা ও রাসুলুল্লাহ সা. এর নাম খচিত পতাকা, ব্যানার-ফেস্টুন বহন করে শোভাযাত্রায়। শহরের বিভিন্ন পথ প্রদক্ষিণ করে নীলফামারী বড় মসজিদে এসে শেষ হয় শোভাযাত্রা।

পরে সেখানে দোয়া মাহফিল শেষে মুসল্লীদের মধ্যে তোবারক বিতরণ করা হয়। কর্মসূচি আয়োজনে পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা করেছে নীলফামারীর অংকুর সীড এন্ড হিমাগার লিমিটেড ও অংকুর স্পেশালাইজড কোল্ড স্টোরেজ লিমিটেড এবং রংপুরের তারাগঞ্জে অবস্থিত ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড।-প্রেস বিজ্ঞপ্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *