বিপিএসসি সংস্কার করে দ্রুত চাকরির পরীক্ষা চালুর আহ্বান হাসনাত আবদুল্লাহর”

হ-বাংলা নিউজ: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে চাকরির পরীক্ষা ও নিয়োগ কার্যক্রম চালু করার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

তিনি বেকারত্বের প্রেক্ষাপটে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে প্রহসনমূলক আবেদন ফি বাতিলেরও দাবি জানিয়েছেন।

বুধবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি জানান, “আমি যেকোনো সময় আত্মহত্যা করতে পারি। ঠিক যেভাবে আমার বন্ধু মনজু গতকাল এসএম হলে আত্মহত্যা করেছে, আমারও ঠিক ততগুলো কারণ রয়েছে।”

তিনি লিখেছেন, “এখন আমি পরিচয়হীন এবং বেকার। আমার আত্মবিশ্বাস নিম্নতম পর্যায়ে পৌঁছেছে এবং মানসিকভাবে আমি ভীষণ বিপর্যস্ত। খরচ কিভাবে সামলাব তা নিয়ে চিন্তা করতে গিয়ে শরীর ঠান্ডা হয়ে আসে।”

হাসনাত আবদুল্লাহ বলেন, “আত্মহত্যা করার জন্য জীবন আমাকে অনেক কারণ দেখাচ্ছে, কিন্তু আমি ‘আশা’ ধরে রেখেই বেঁচে থাকতে চাই। মৃত্যুকে দেখিয়ে দেব আমি পালিয়ে যাইনি, যারা বেঁচেছে, আমি তাদের একজন।”

তিনি আরও জানান, “ভবিষ্যতের অপ্রত্যাশিত সব বিস্ময়ের মুখোমুখি হতে আমাদের স্বপ্ন ও আত্মবিশ্বাসে সুস্থির থাকতে হবে। সমাজের কাছে অনুরোধ, আমাদের অপেক্ষা করুন এবং আমাদের মতো করে মেনে নিন।”

শেষে হাসনাত আবদুল্লাহ আবেদন ফি বাতিলের আহ্বান জানিয়ে বলেন, “আমি অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, পিএসসির সংস্কার করে দ্রুত চাকরির পরীক্ষা ও নিয়োগ কার্যক্রম চালু করুন এবং আবেদন ফি বাতিল করুন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *