২০০০ সালে রিফিউজি চলচ্চিত্র দিয়ে বলিউডে পদার্পণ কারিনা কাপুরের”

হ-বাংলা নিউজ: ২০০০ সালে “রিফিউজি” চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় কারিনা কাপুরের। দীর্ঘ ২৫ বছরের ক্যারিয়ারে অসংখ্য সুপারহিট ছবিতে অভিনয় করে তিনি বলিউডে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, আগামী বছর বলিউডের সবচেয়ে বড় বাজেটের সিনেমায় অভিনয়ের জন্য ইতোমধ্যেই চুক্তি স্বাক্ষর করেছেন কারিনা।

এ ছবিতে তার চরিত্রটি সম্পূর্ণ ভিন্ন ও চ্যালেঞ্জিং, যা আগে কেউ ভাবতেই পারেননি। এই চরিত্রে অভিনয়ের মাধ্যমে নতুন এক চ্যালেঞ্জ গ্রহণ করতে চলেছেন কারিনা।

সম্প্রতি প্রযোজক হিসেবে প্রথমবার আত্মপ্রকাশ করেছেন তিনি। একইসঙ্গে একটি থ্রিলার ছবিতে গোয়েন্দার চরিত্রেও প্রথমবার দেখা গেছে তাকে। মুক্তি পেয়েছে ‘দ্য বাকিংহাম মার্ডার্স’।

এই সিনেমায় তিনি একদিকে একজন মা, আবার অন্যদিকে একজন গোয়েন্দার চরিত্রে অভিনয় করেছেন। বাকিংহামের এক মৃত্যুর রহস্য সমাধান করতে দেখা যায় তাকে। সন্তান হারানোর পর কিভাবে তিনি সত্য সন্ধানে পুলিশের সঙ্গে কাজ শুরু করেন, সেই গল্পই তুলে ধরা হয়েছে ছবিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *