কনসাল জেনারেলের সাথে বিএসএ’র প্রতিনিধি দলের সাক্ষাৎ

হ-বাংলা নিউজ: নিউইয়র্ক (ইউএনএ): বিএসএ’র প্রধান উপদেষ্টা ও কমিউনিটি অ্যক্টিভিষ্ট সৈয়দ আল আমীন

রাসেলের নেতৃত্বে বাংলাদেশ স্টুডেন্ট এসোসিয়েশন (বিএসএ), নিউইয়র্ক-এর প্রতিনিধিরা গত ১১ সেপ্টেম্বর বিকেলে কনসাল জেনারেল নাজমুল হুদার সাথে তার অফিসে সাক্ষাৎ এবং মতবিনিময় করেছেন।

ঐদিন বিকেল ৪টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত ঘন্টাব্যাপী এই বৈঠকে ইসলাম মোহাম্মদ, অবনি শরীফ, মোহাম্মদ নূমের হোসেন, ইউসূফ আলী মিয়া, সাবরিনা মাহমুদ, ফজলে রাব্বী জিএম (নিলয়), এস এম ফয়সাল, রকিবুল হাসান জিএম, সৈয়দ আবতানী, মুজাফফর আহমদ উপস্থিত ছিলেন। এসময় তারা ড. ইউনূসের নিউইয়র্ক সফর এবং বিএসএ’র কর্মকান্ড ও কর্মসূচী নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

বার্তা প্রেরক:

সালাহউদ্দিন আহমেদ ইউএনএ, নিউইয়র্ক। ফোন: ৩৪৭-৮৪৮-৩৮৩৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *